বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ভিলাকে হারিয়ে সিটির সমান পয়েন্ট লিভারপুলের

  •    
  • ১১ মে, ২০২২ ১২:৪৯

অ্যাস্টন ভিলাকে ২-১ গোলে হারিয়েছে লিভারপুল। এ জয়ে ৩৬ ম্যাচ শেষে তাদের সংগ্রহ দাঁড়াল ৮৬ পয়েন্ট। সিটির পয়েন্টও ৮৬। তবে তারা এক ম্যাচ কম খেলেছে।

ইংলিশ প্রিমিয়ার লিগে আর বাকি মাত্র দুই রাউন্ড। এখনও নিশ্চিত হওয়া যাচ্ছে না শিরোপা উঠছে কার হাতে। মঙ্গলবার রাতের জয়ে শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটিকে ছুঁয়ে ফেলেছে লিভারপুল।

অ্যাওয়ে ম্যাচে অ্যাস্টন ভিলাকে ২-১ গোলে হারায় লিভারপুল। এ জয়ে ৩৬ ম্যাচ শেষে তাদের সংগ্রহ দাঁড়াল ৮৬ পয়েন্ট। সিটির পয়েন্টও ৮৬। তবে তারা এক ম্যাচ কম খেলেছে।

লিভারপুলের সাবেক অধিনায়ক ও ক্লাব কিংবদন্তি স্টিভেন জেরার্ড এখন অ্যাস্টন ভিলার ম্যানেজার। জেরার্ডের পুরোনো দলের বিপক্ষে ভিলাকে লিড এনে দেন ডগলাস লুইজ। ৩ মিনিটে গোল হজম করে হতচকিত হয়নি সফরকারীরা।

দুই মিনিট পরই লিভারপুলকে সমতায় ফেরান জোল মাতিপ। ১-১ স্কোরলাইনে থাকা ম্যাচে জয়সূচক গোল আসে বেশ খানিকটা অপেক্ষার পর। ৬৫ মিনিটে সাদিও মানের গোলে জয় নিশ্চিত হয় লিভারপুলের।

এ জয়ে লিভারপুলের সামনে মৌসুমের চারটি শিরোপা জয়ের সম্ভাবনাই টিকে থাকল। লিগ কাপ তারা জিতে নিয়েছে এরই মধ্যে। এফএ কাপ ও ইউয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠেছে লিভারপুল।

ম্যাচ শেষে বিবিসি স্পোর্টকে লিভারপুলের ম্যানেজার ইয়ুর্গেন ক্লপ বলেন, তারা শেষ মুহূর্ত পর্যন্ত সব শিরোপার জন্য লড়াই চালিয়ে যাবেন।

তিনি যোগ করেন, ‘আমরা এখনও তাদের (ম্যান সিটি) পাগলের মতো তাড়া করছি। আমাদের জিততেই হবে। অন্য কোনো উপায় নেই। এখন আমাদের এফএ কাপ ফাইনালের প্রস্তুতি নিতে হবে। পালানোর কোনো পথ নেই।’

১৪ মে চেলসির বিপক্ষে এফএ কাপের শিরোপা লড়াইয়ে নামবে লিভারপুল। আর আজ রাতে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের বিপক্ষে নামছে লিগের শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটি।

এ বিভাগের আরো খবর