বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রিয়ালকে ‘গার্ড অফ অনার’ দেবে না আতলেতিকো

  •    
  • ৮ মে, ২০২২ ১২:৫৬

আতলেতিকোর মাঠ ওয়ান্ডা মেট্রোপলিটানোয় চ্যাম্পিয়ন হিসেবে স্বাগতিক দল থেকে গার্ড অফ অনার পাচ্ছে না রিয়াল।

রোববার রাতে নগর প্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদের সঙ্গে লড়াইয়ে নামতে যাচ্ছে স্প্যানিশ চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। এ ম্যাচ দিয়ে লিভারপুলের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের প্রস্তুতিটাও সেরে নিতে চায় চ্যাম্পিয়নরা। তবে আতলেতিকোর মাঠ ওয়ান্ডা মেট্রোপলিটানোয় চ্যাম্পিয়ন হিসেবে স্বাগতিক দল থেকে গার্ড অফ অনার পাচ্ছে না রিয়াল।

গত রাউন্ডে কার্লো আনচেলত্তির দল লিগ শিরোপা নিশ্চিত করেছে। বাকি চারটি ম্যাচ তাদের কাছে শুধু আনুষ্ঠানিকতা। তার পরও অভিজ্ঞ এ কোচের আশা, ধারাবাহিকতা ধরে রেখেই তার দল মৌসুম শেষ করবে। ২৮ মে প্যারিসে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের আগে দলের মূল তারকারা যেন চোট না পান, সেদিকে বিশেষ নজর দিচ্ছেন আনচেলত্তি।দিয়েগো সিমিওনির আতলেতিকো মাদ্রিদ এখনও সামনের মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেয়ার লড়াই চালিয়ে যাচ্ছে। গত চার রাউন্ডে মাত্র একবার জয়ের মুখ দেখেছে তারা। পঞ্চম স্থানে থাকা রিয়াল বেতিস মাত্র তিন পয়েন্ট পিছিয়ে রয়েছে আতলেতিকো থেকে।

ডার্বি নিয়ে প্রস্তুতি শেষে আনচেলত্তি জানান, একাদশ মোটামুটি ঠিক করে ফেলেছেন তিনি। বেনজেমা, মডরিচদের বিশ্রাম দিয়ে বদলি খেলোয়াড় পরখ করে নিতে যান এ ইতালিয়ান ট্যাকটিশিয়ান।

তিনি সংবাদমাধ্যমকে বলেন, ‘দাভিদ আলাবা, ইডেন অ্যাজার, বেল ও ইসকোর মতো কয়েকজন আছে যারা আজ খেলতে পারবে না। এ ছাড়া আমি কোঁতোয়াকে বিশ্রাম দিয়ে লুনিনকে খেলাতে চাই। চ্যাম্পিয়ন্স লিগের আগে বাকি চার ম্যাচেও আমাদের ছন্দ ধরে রাখতে হবে।’

অন্যদিকে সিমিওনি জানিয়েছেন, কোনোভাবেই তারা রিয়ালকে গার্ড অফ অনার দেবেন না। চ্যাম্পিয়ন হিসেবে রিয়ালকে এরই মধ্যে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে আতলেতিকো। নিজ মাঠে রিয়ালকে সম্মান জানানোর কোনো অবকাশ নেই বলেন সিমিওনি।

তিনি যোগ করেন, ‘আমরা প্রেস বিজ্ঞপ্তিতে তাদের শিরোপা জয়ের শুভেচ্ছা জানিয়েছি। তাদের আমরা সম্মান করি, কিন্তু নিজেদের ভক্তদের প্রতি আমাদের শ্রদ্ধা আরও বেশি।

আমি জানি না, অন্য কোথাও গার্ড অফ অনার দেয়া হয় কি না। সব জায়গায় সংস্কৃতি ভিন্ন। স্পেনে আছে গার্ড অফ অনারের বিষয়টি। কিন্তু আমি আর্জেন্টিনা থেকে এসেছি, সেখানে এটা নেই।’

এ বিভাগের আরো খবর