বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

জিতেও লাভ হলো না ইউনাইটেডের

  •    
  • ৩ মে, ২০২২ ১২:১০

ব্রেন্টফোর্ডকে ৩-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। দলের হয়ে গোল করেছেন ক্রিস্টিয়ানো রোনালডো, ব্রুনো ফার্নান্দেস ও রাফায়েল ভারান।

সামনের মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলার আশা আর নেই। ইউরোপা লিগে কোয়ালিফাই করার অবস্থানে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। সোমবার রাতে ব্রেন্টফোর্ডের বিপক্ষে বড় জয়ের পর তাদের অবস্থানের পরিবর্তন হয়নি।

নিজ মাঠে ব্রেন্টফোর্ডকে ৩-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। দলের হয়ে গোল করেছেন ক্রিস্টিয়ানো রোনালডো, ব্রুনো ফার্নান্দেস ও রাফায়েল ভারান।

এ জয়ে ৩৬ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে আছে ইউনাইটেড। পাঁচে থাকা টটেনহ্যামের চেয়ে ৩ পয়েন্ট পিছিয়ে তারা। টটেনহ্যাম খেলেছেন ৩৪ ম্যাচ।

চলতি মৌসুমে এটাই নিজ মাঠে শেষ ম্যাচ ছিল ইউনাইটেডের। হুয়ান মাতা ও নেমানিয়া মাতিচের মতো খেলোয়াড়দের বিদায় জানিয়েছে পুরো ওল্ড ট্র্যাফোর্ড। একইরকম সম্বর্ধনা পেয়েছেন রালফ রাংনিক। ইউনাইটেডের হয়ে শেষ হোম ম্যাচ ছিল এই ম্যানেজারের।

পরের মৌসুমে রেড ডেভিলদের পরামর্শক হিসেবে কাজ করবেন তিনি আর সামলাবেন অস্ট্রিয়া জাতীয় দলের দায়িত্ব।

ম্যাচ শেষে স্কাই স্পোর্টসকে ব্রুনো ফার্নান্দেস জানান শেষ হোম ম্যাচে দর্শকদের বিশেষ কিছু উপহার দেয়ার লক্ষ্য ছিল দলের।

তিনি বলেন, ‘নিজেদের স্টেডিয়ামে মৌসুমের শেষ খেলা ছিল। আমরা ভালো ফল ও ভালো পারফরম্যান্স দিতে চাচ্ছিলাম।’

ইউনাইটেডের মৌসুমটা একেবারেই ভক্তদের প্রত্যাশামতো ছিল না। সেটা মাথায় আছে ফার্নান্দেসের। তবে বাকি দুই ম্যাচ জিতে যতটা সম্ভব পয়েন্ট অর্জন করতে চায় দল, জানালেন এ পর্তুগিজ উইঙ্গার।

তিনি যোগ করেন, ‘জানি আমাদের পারফরম্যান্স যেমনটা সবাই চেয়েছিল তেমনটা হয়নি। তবে নিজ মাঠে শেষ ম্যাচটা জিতেছি। আরও কয়েকটা ম্যাচ আছে যেগুলোতে এখন মনোযোগ দিতে হবে।’

২০১৩ সালে সবশেষ লিগ শিরোপা জিতেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। এরপর টানা ৯ মৌসুম লিগ না জেতায় ভক্তদের ক্ষোভ জমা হয়েছে ইউনাইটেডের মালিক গ্লেজার পরিবারের ওপর। শেষ হোম ম্যাচেও তাদের ক্ষোভ অব্যাহত ছিল। তবে বড় জয়ের পর কিছুটা সন্তুষ্ট হবেন তারা, এমন প্রত্যাশা ফার্নান্দেসের।

তিনি বলেন, ‘ভক্তরা সবসময়ই আমাদের পাশে ছিলেন। তাদের প্রত্যাশা অনুযায়ী এ মৌসুমে আমরা খেলতে পারিনি কিন্তু এখন সেটা নিয়ে কথা বলে এখন লাভ নেই। বাকি ম্যাচ গুলো জিতে আমাদের পরের মৌসুমের চিন্তা করতে হবে।’

এ বিভাগের আরো খবর