প্রথমবারের মতো নারী পরিচালক পেল ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের নতুন অবকাঠামো প্রকল্পের পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন স্থপতি লুইসা রোসা।
এর আগে ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপ ও ২০১৬ সালের রিও অলিম্পিক ও প্যারালিম্পিক গেমসের আয়োজক কমিটিতে কাজ করেছেন রোসা। এ বছর কাতারে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের স্থাপত্য প্রকল্পের সঙ্গে তিনি জড়িত ছিলেন।৩৩ বছর বয়সী রোসা ২০১৪ বিশ্বকাপে ১৫টি উন্নয়নমূলক কর্মকাণ্ডে কাজ করেছেন। বিশ্বকাপের প্রস্তুতির জন্য জাতীয় দলের অনুশীলন ক্যাম্পের সদরদপ্তর গ্রানা কোমারির উন্নয়ন কাজও দেখাশুনা করছেন রোসা। নতুন নিয়োগে রোসার কাছ থেকে আরও ভালো কিছু পাবার ব্যাপারে আশাবাদী সিবিএফ সভাপতি এদোনালদো রদরিগেজ।