ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরে ফর্মহীনতায় ভুগছেন ভারতের দুই সেরা ব্যাটার ভিরাট কোহলি ও রোহিত শর্মা। কোহলি-রোহিতের অফ-ফর্ম চিন্তায় ফেলেছে ক্রিকেটভক্তদের।তবে দুই তারকা ব্যাটারের ওপর আস্থা হারাননি ভারতের কিংবদন্তি ব্যাটার সুনীল গাভাস্কার। গাভাস্কারের মতে, ব্যাট হাতে খারাপ সময় গেলেও ফর্মে ফিরতে এক ইনিংস লাগবে দুজনের।এবারের আইপিএলে মুম্বাই ইন্ডিয়ানসের অধিনায়ক রোহিত শর্মার ব্যাট থেকে ৮ ইনিংসে এসেছে ১৫৩ রান। সর্বোচ্চ ৪১ রানের ইনিংস খেলেছেন ভারতের বর্তমান অধিনায়ক। সমান ম্যাচে ১১৯ রান করেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর কোহলি। গত আসরে ব্যাঙ্গালুরুর অধিনায়কত্ব ছেড়ে দেয়া কোহলির সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ৪৮ রানের। সর্বশেষ দুই ইনিংসেই শূন্য রানে ফিরেছেন ভারতের সাবেক অধিনায়ক কোহলি।রোহিত-কোহলির এমন অফ-ফর্মে চিন্তায় ক্রিকেটপ্রেমীরা। তাদের এমন বাজে ফর্ম নিয়ে চিন্তা নেই গাভাস্কারের। রোহিতকে নিয়ে স্টার স্পোর্টসকে গাভাস্কার বলেন, ‘ফর্মে ফিরতে এক ইনিংস লাগবে রোহিতের। আমরা যেমনটা আশা করি, আট ইনিংসে সে তা করতে পারেনি। তবে ফর্ম এক ইনিংসেই ফিরে পাওয়া যায়। মুম্বাই ইন্ডিয়ানসও তেমনই আশা করছে। সে যখন রান করবে, তখন তার দলও বড় রান করতে পারবে। সে যখন রান করবে, আপনি নিশ্চিত হতে পারেন, দল বড় সংগ্রহ পাবে।’কোহলিকে নিয়েও আশাবাদী গাভাস্কার। তিনি বলেন, ‘কোহলির ক্ষেত্রেও একই ব্যাপার। কোহলির প্রথম ভুলটাই শেষ ভুল হতে চলেছে। দুজনের জন্য এটি শুধু এক ইনিংসের ব্যাপার। এক ইনিংসে যদি ৩০ রান পায়, তবে এর পর থেকেই বড় রান করতে পারবে তারা।’
কোহলি-রোহিতের ফর্ম নিয়ে চিন্তিত নন গাভাস্কার
আইপিএলে মুম্বাই ইন্ডিয়ানসের অধিনায়ক রোহিত শর্মার ব্যাট থেকে ৮ ইনিংসে এসেছে ১৫৩ রান। সমান ম্যাচে ১১৯ রান করেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর কোহলি।
-
ট্যাগ:
- ভারতীয় ক্রিকেট দল
এ বিভাগের আরো খবর/p>