খারাপ সময়টা যেন কাটছেই না ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলির। কোনভাবেই হাসাতে পারছেন না নিজের ব্যাট। একটা সময় যেই ব্যাট তাকে অবলীলায় দেখাত তিন অঙ্কের রান, সেই ব্যাটই এখন বারবার পড়ছে মুখ থুবড়ে।
চলতি আইপিএলে নিজের শেষ ম্যাচে লখণৌ সুপারজায়ান্টসের বিপক্ষে রানের খাতা খোলার আগেই প্রথম বলেই বাঁহাতি এই ব্যাটারকে ফিরে যেতে হয়েছে সাজঘরে। আর তাতেই লজ্জার এক মাইলফলক স্পর্শ করলেন তিনি।
এই নিয়ে টানা ১০০ ম্যাচে সেঞ্চুরির দেখা নেই কোহলির। এর ভেতর হাফ সেঞ্চুরি করলেও সেঞ্চুরির দেখা মেলেনি তারকা এই ক্রিকেটারের।
সবশেষ ২০১৯ সালের ২২ নভেম্বর কলকাতার ইডেন গার্ডেন্সে বাংলাদেশের বিপক্ষে গোলাপি বলের টেস্টে তিন অঙ্কে পৌঁছেছিলেন কোহলি।
এরপর তিনি ১৭টি টেস্ট, ২১টি ওয়ানডে, ২৫ টি-টোয়েন্টি ও ৩৭টি আইপিএলের ম্যাচ খেলেছেন। কিন্তু এক বারও তিন অঙ্কে যেতে পারেননি।
কোহলির বাজে ফর্ম প্রভাব ফেলছে তার অধিনায়কত্বেও। ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পরে ভারতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছেড়ে দেন তিনি। এরপর ওয়ানডে দলের অধিনায়কত্ব থেকেও কোহলিকে সরিয়ে দেয় বিসিসিআই।
সাউথ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজের পরে টেস্ট দলের নেতৃত্বও ছাড়েন তিনি। সেই সঙ্গে ছেড়েছেন আইপিএলে ব্যাঙ্গালোরের নেতৃত্বও। চলতি আইপিএলেও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কোহলির জায়গায় দলকে নেতৃত্ব দিচ্ছেন ফ্যাফ ডু প্লেসি।