বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রোনালডোর ৫০তম হ্যাটট্রিকে ইউনাইটেডের জয়

  •    
  • ১৬ এপ্রিল, ২০২২ ২৩:৪৯

তার তিন গোলের সুবাদে নিজ মাঠে নরউইচ সিটিকে ৩-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে খেলার সুযোগ বাঁচিয়ে রাখল ইউনাইটেড। এটি ছিল ক্লাব ক্যারিয়ারে রোনালডোর ৫০তম হ্যাটট্রিক।

ক্যারিয়ারের শেষ সময়ে এসে ধুঁকছিলেন তিনি। তাতে বিপাকে পড়েছিল দলও। ভক্তরা চাইছিল ম্যানচেস্টার ইউনাইটেডকে একাই টানবেন ৩৭ বছর বয়সী ক্রিস্টিয়ানো রোনালডো। আর ফুটবল যেহেতু টিম গেম তাই রোনালডোর অবদান খুব একটা চোখেও পড়ছিল না তাদের।যে কারণে অনেক ভক্তই বলছিলেন ফুরিয়ে যাওয়া এক তারকাকে ফিরিয়ে এনে লাভ হয়নি দলের।

তাদের মুখ আপাতত বন্ধ করলেন রোনালডো। ইংলিশ প্রিমিয়ার লিগে উপহার দিলেন দারুণ এক হ্যাটট্রিক। তার তিন গোলের সুবাদে নিজ মাঠে নরউইচ সিটিকে ৩-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে খেলার সুযোগ বাঁচিয়ে রাখল ইউনাইটেড। এটি ছিল ক্লাব ক্যারিয়ারে রোনালডোর ৫০তম হ্যাটট্রিক।

প্রায় দুই দশকের পেশাদার ক্যারিয়ারের রোনালডো খেলেছেন স্পোর্টিং, ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও ইউভেন্তাসের হয়ে। এর মধ্যে সবচেয়ে বেশি ৪৪টি হ্যাটট্রিক করেন রিয়ালের জার্সিতে। ইউভেন্তাসের হয়ে করেন ৩টি আর ইউনাইটেডের হয়ে ৩টি।

নরউইচের বিপক্ষে ৭, ৩২ ও ৭৬ মিনিটে গোল করেন রোনালডো। নরউইচও ছেড়ে কথা বলেনি। কিরেন ডাওয়েল ও টিমু পুক্কির গোলে তারা শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করেছে মাঠে।

তবে শেষ হাসিটা ছিল রোনালডো ও তার দলবলের মুখেই। এ জয়ে টেবিলের পাঁচ নম্বরে উঠে এসেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ৩২ ম্যাচে ৫৪ পয়েন্ট তাদের। সমান ম্যাচে ৫৭ পয়েন্ট চারে থাকা টটেনহ্যাম হটস্পারের।

চার নম্বর স্পটের লড়াইয়ে থাকা দলগুলোর মধ্যে শনিবার সন্ধ্যায় একমাত্র জয় পেয়েছে ইউনাইটেড। নিজ মাঠে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের কাছে ১-০ গোলে হেরেছে টটেনহ্যাম।

আর সাদাম্পটনের মাঠে একই ব্যবধানে হেরেছে ইউরোপে খেলার আশায় থাকা মাঝারি সারির দল আর্সেনাল।

এ বিভাগের আরো খবর