বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নেইমার-এমবাপের সঙ্গে মেসিরও অন্যরকম হ্যাটট্রিক

  •    
  • ১০ এপ্রিল, ২০২২ ১২:০৭

পিএসজির হয়ে হ্যাটট্রিক এসেছে দুটি। নেইমার জুনিয়র ও কিলিয়ান এমবাপে করেছেন তিনটি করে গোল। পিএসজির আরেক মহাতারকা লিওনেল মেসিরও হয়েছে অ্যাসিস্টের হ্যাটট্রিক।

ফ্রেঞ্চ লিগ ওয়ানে ক্লেমঁ ফুতকে বিধ্বস্ত করে ৬-১ গোলের জয় পেয়েছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। সাত রাউন্ড ম্যাচ বাকি থাকলেও পিএসজির শিরোপা জয় এখন সময়ের ব্যাপার।

শনিবার রাতে পিএসজির হয়ে হ্যাটট্রিক এসেছে দুটি। নেইমার জুনিয়র ও কিলিয়ান এমবাপে করেছেন তিনটি করে গোল। পিএসজির আরেক মহাতারকা লিওনেল মেসিরও হয়েছে অন্যরকম হ্যাটট্রিক।

আর্জেন্টাইন কিংবদন্তি ম্যাচে করেছে অ্যাসিস্টের হ্যাটট্রিক। এ নিয়ে ফরাসি লিগের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে এক মৌসুমে দুইবার অ্যাসিস্টের হ্যাটট্রিক করলেন মেসি।

এর আগে গত বছর ২৮ নভেম্বর সেইন্ট এতিয়েঁর বিপক্ষে অ্যাসিস্টের হ্যাটট্রিক করেছিলেন তিনি।

ক্লেমঁ ফুতের মাঠে পিএসজির ধ্বংসযজ্ঞের শুরু হয় সপ্তম মিনিটে। মেসির বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে জালে জড়ান নেইমার।

নেইমারের সঙ্গী এমবাপেকেও গোল বানিয়ে দেন মেসি। ১৯ মিনিটে ডিফেন্ডারদের জটলার ভেতর থেকে বল বুকে নিয়ন্ত্রণে নিয়ে সিক্স ইয়ার্ড বক্সে এমবাপের জন্য পাস ছাড়েন মেসি। কাছ থেকে লিড দ্বিগুণ করতে ভুল করেননি এমবাপে।

বিরতির আগে জোদেল দোসুর স্ট্রাইকে এক গোল ফিরে পায় স্বাগতিক ক্লেমঁ ফুত। তাতে খুব একটা লাভ হয়নি তাদের। দ্বিতীয়ার্ধেও একের পর এক আক্রমণে স্বাগতিক দলকে দিশাহারা করে রাখে পিএসজি।

৭১ মিনিটে পিএসজি পায় তৃতীয় গোল। জেদাদকা ক্লেমঁ ফুতের বক্সে ফাউল করেন এমবাপেকে। রেফারি পেনাল্টির বাঁশি বাজালে স্পট থেকে ভুল করেননি নেইমার।

মিনিট তিনেক পর এমবাপেকে সাহায্য করেন এ ব্রাজিলিয়ান। নেইমারের পাস পাওয়ার পর কাছ থেকে দলের চার নম্বর গোলটি করেন ফরাসি তারকা এমবাপে।

দুই তারকার মধ্যে আগে হ্যাটট্রিক পূর্ণ করেন এমবাপে। মেসির হ্যাটট্রিক অ্যাসিস্টে পাওয়া বলে বক্সের বাইরে থেকে জোরালো শটে গোল করেন তিনি।

৮৩ মিনিটে গোল উৎসবের শেষটা করেন নেইমার। এমবাপের বাড়ানো বলে একেবারে কাছ থেকে লক্ষ্যভেদ করেন বিশ্বের সবচেয়ে দামি তারকা।

এ জয়ে ৩১ ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষেই থাকল পিএসজি। দুইয়ে থাকা রেঁসের সঙ্গে তাদের পার্থক্য ১৫ পয়েন্ট।

এ বিভাগের আরো খবর