সাউথ আফ্রিকা সিরিজের মাঝপথেই আইপিএলে খেলার ডাক পেয়েছিলেন জাতীয় দলের পেইসার তাসকিন আহমেদ। আইপিএলের নবাগত দল লখনৌ সুপারজায়ান্টসের ইংলিশ পেইসার মার্ক উডের ইনজুরির কারণে ফ্র্যাঞ্চাইজিটির চোখ পড়ে বাংলাদেশের পেইসার তাসকিন আহমেদের দিকে।
কিন্তু সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজ ও শ্রীলঙ্কা সিরিজের কথা মাথায় রেখে তাদের প্রস্তাবে সাড়া দেননি ডানহাতি এই পেইসার। পাশাপাশি সিরিজের মাঝপথে বোর্ডও তাকে দেয়নি আইপিএল খেলার সবুজ সংকেত। সে কারণে ডাক পেয়েও ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্টটিতে খেলা হয়নি তারকা এই পেইসারের।
তবে আইপিএলের সামনের আসরে খেলা নিয়েও খুব একটা আগ্রহ নেই তাসকিনের। আইপিএল নয়, বরং দেশের হয়ে নিয়মিত হতেই বদ্ধপরিকর তরুণ এই পেইসার।
সাউথ আফ্রিকা সিরিজের মাঝপথে ইনজুরির কারণে প্রথম টেস্টের পরই দেশে ফিরে এসেছেন তাসকিন। দেশে ফিরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমনটাই জানান তিনি।
তাসকিন বলেন, ‘দেখেন একজন খেলোয়াড় হিসেবে আইপিএল খেলতে সবারই মন চায়, সব সময় মন চায়। যেহেতু দেশের খেলা ছিল ওই সময় তখন কিছু করার ছিল না। দেশের হয়ে খেলার কারণেই তো আইপিএল খেলার সুযোগ হয়েছে। ম্যান অফ দ্য সিরিজ, সিরিজ জয় ওইটা কভার করে দিয়েছে। এখন যদি একটা টেস্ট জিততে পারি, তাহলে সেটা আরও বেশি ভালো হবে।’
‘এটা (পরের আইপিএলে প্রথম কলেই দল পাওয়া) নিয়ে আসলে আশা নেই। যদি হয় হবে, না হলে নাই। কিন্তু দেশের হয়ে নিয়মিত খেলতে চাই’, তিনি যোগ করেন।