বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

টিকিটের দাম বাড়ল ১০ গুণ ক্ষোভে ফুঁসছেন ফুটবলপ্রেমীরা

  • ক্রীড়া ডেস্ক   
  • ১১ অক্টোবর, ২০২৫ ২২:৫৪

আসন্ন ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ ফুটবল ভক্তদের মধ্যে উত্তেজনা নয়, বরং হতাশা ও ক্ষোভ সৃষ্টি করেছে। কারণ, এই আসরকে ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল বিশ্বকাপ হিসেবে চিহ্নিত করা হচ্ছে, যেখানে টিকিটের দাম গত ২০২২ সালের কাতার বিশ্বকাপের তুলনায় কোনো কোনো ক্ষেত্রে প্রায় ১০ গুণ পর্যন্ত বাড়ানো হয়েছে। ফিফার এই পদক্ষেপের কারণে সাধারণ ফুটবলপ্রেমীরা এখন স্টেডিয়ামে গিয়ে খেলা দেখার সুযোগ হারাচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

নজিরবিহীন মূল্যবৃদ্ধি: বিশেষত সাধারণ দর্শকের জন্য নির্ধারিত ‘ক্যাটাগরি ৪’-এর টিকিটে মূল্যবৃদ্ধির হার সবচেয়ে বেশি। এই বিশাল ব্যবধান স্পষ্ট হয়ে উঠেছে নিচের তুলনাগুলোতে-

এই মূল্যবৃদ্ধির ফলে, কাতার বিশ্বকাপে যে টাকায় সবচেয়ে দামি টিকিট কিনে খেলা দেখা যেত, এবার সবচেয়ে সস্তা আসনে বসতে হলেও তার চেয়ে বেশি অর্থ খরচ করতে হবে। উদাহরণস্বরূপ, ফাইনালের সর্বনিম্ন দাম ২,০৩০ ডলার, যা আগের আসরের সবচেয়ে দামি টিকিটের চেয়েও বেশি। ফাইনাল ম্যাচের সাধারণ টিকিটের সর্বোচ্চ দাম ৬,৩৭০ ডলার পর্যন্ত রাখা হয়েছে।

‘ডাইনামিক প্রাইসিং’ ও ভক্তদের ক্ষোভ: টিকিটের এই আকাশছোঁয়া দামে বিশ্বজুড়ে ভক্তদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সোশ্যাল মিডিয়ায় অনেকে লিখেছেন, ‘এমন দামে বিশ্বকাপ এখন কেবল ধনীদের বিনোদন।’

মূল্যবৃদ্ধির পিছনে ফিফার নতুন ‘ডাইনামিক প্রাইসিং’ নীতিকে দায়ী করা হচ্ছে। এই নীতি অনুসারে, ম্যাচের চাহিদা বাড়লে পরবর্তী বিক্রির ধাপে টিকিটের দাম আরও বাড়ানো হবে। বিশেষজ্ঞরা বলছেন, এই ব্যবস্থা মূলত বিদেশি দর্শকদের বিপদে ফেলবে, কারণ তারা শেষ মুহূর্তে চড়া দামে টিকিট কিনতে বাধ্য হবেন।

তা ছাড়া ফিফা টিকিট পুনর্বিক্রির ক্ষেত্রেও ক্রেতা ও বিক্রেতা উভয়ের কাছ থেকে অতিরিক্ত ১৫ শতাংশ ফি নেবে। এতে বৈধ পথে টিকিট বেচাকেনার খরচ আরও বাড়বে। আতিথেয়তা (হসপিটালিটি) প্যাকেজের টিকিট বিক্রি এখনো শুরু হয়নি। সব মিলিয়ে, ২০২৬ বিশ্বকাপ যে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যেতে চলেছে, তা এই তথ্যগুলো থেকে স্পষ্ট।

এ বিভাগের আরো খবর