রাজশাহীতে অনুষ্ঠিত আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের (আইটিএফ) অনূর্ধ্ব-১৮ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে দেশের পক্ষে নতুন ইতিহাস গড়েছেন বাংলাদেশের জারিফ আবরার। আন্তর্জাতিক কোনো টুর্নামেন্টের বালক এককের ফাইনালে এই প্রথম কোনো বাংলাদেশি খেলোয়াড় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল।
গত শুক্রবার রাজশাহী টেনিস কমপ্লেক্সে অনুষ্ঠিত বালক এককের ফাইনালে জারিফ সরাসরি ২-০ সেটে পরাজিত করে থাইল্যান্ডের টপ-সিট নাপাত পাটানালের থাপানকে। হাড্ডাহাড্ডি লড়াইয়ের এই ফাইনালের শেষ সেটে জারিফ আবরার পাঁচটি ম্যাচ পয়েন্ট নষ্ট করার পরও শেষ পর্যন্ত সেটটি জিতে শিরোপা নিশ্চিত করেন।
এর আগে বাংলাদেশের কোনো খেলোয়াড়ই আইটিএফের কোনো টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতে পারেনি। জারিফ আবরারের এই জয় দেশের টেনিসের ইতিহাসে এক মাইলফলক স্থাপন করল।
বালিকা এককের ফাইনাল: বালিকা এককের ফাইনালটিও ছিল চরম উত্তেজনাপূর্ণ। প্রায় সাড়ে তিন ঘণ্টার এই দীর্ঘ ম্যাচে চীনের জিজি ইয়ান চ্যাম্পিয়ন হন। প্রথম সেট তিনি ৭-৫ গেমে জিতলেও, দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ান মালদ্বীপের টপ-সিট আরা আসাল আজিম, যিনি ৬-৩ গেমে সেটটি জিতে নেন। তবে শেষ সেটে জিজি ইয়ান ৬-৩ গেমে আসাল আজিমকে কোনো প্রতিরোধ গড়তে না দিয়ে শিরোপা জয় করেন।
খেলা শেষে খেলোয়াড়দের মাঝে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহম্মেদ এনডিসি। এ সময় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, জেলা প্রশাসক আফিয়া আখতার, বাংলাদেশ টেনিস ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট আরশাফুজ্জামান খান এবং রাজশাহী টেনিস কমপ্লেক্সের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।