বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

৫০ ওভার খেলে আশরাফুলের ক্যারিয়ার সেরা ইনিংস

  •    
  • ৫ এপ্রিল, ২০২২ ১৯:০৭

ডিপিএলে রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে তুলে নিয়েছেন অনবদ্য সেঞ্চুরি। তার ক্যারিয়ার সেরা ইনিংসে ব্রাদার্স ইউনিয়ন জয় পেয়েছে ৩৬ রানে।

ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছিল না মোহাম্মদ আশরাফুলের। জাতীয় দলের সাবেক এ তারকা ব্যাটার ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) প্রথম ৫ ম্যাচে জ্বলে উঠতে পারেননি।

অবশেষে রানে ফিরলেন আশরাফুল। ডিপিএলে রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে তুলে নিয়েছেন অনবদ্য সেঞ্চুরি। তার ক্যারিয়ার সেরা ইনিংসে ব্রাদার্স ইউনিয়ন জয় পেয়েছে ৩৬ রানে।

বিকেএসপিতে আগে ব্যাট করে আশরাফুলের সেঞ্চুরির সাহায্যে ৪ উইকেটে ৩০৯ রান সংগ্রহ করে ব্রাদার্স ইউনিয়ন।

ব্রাদার্সের অধিনায়ক আশরাফুল ক্যারিয়ারের ১১তম লিস্ট-এ সেঞ্চুরি পূর্ণ করেন ও ১৪১ রানে অপরাজিত থাকেন।

তার ইনিংসে ছিল ১৬টি চার ও ১টি ছক্কা। ইনিংস ওপেন করতে নেমে পুরো ৫০ ওভার খেলেন টাইগারদের সাবেক এ অধিনায়ক।

জবাবে ব্যাট করতে নেমে ফজলে মাহমুদ ও মার্শাল আইয়ুবের ব্যাটে এক পর্যায়ে জয়ের অবস্থায় ছিল রূপগঞ্জ।

মাহমুদ ১০০ রান করে আউট হন আর আইয়ুবের ব্যাট থেকে আসে ৫৮। বাকি আর কেউ ব্যাট হাতে অবদান রাখতে না পারলে ম্যাচ হারে রূপগঞ্জ।

৪৭.৪ ওভারে ২৭৩ রানে গুটিয়ে যায় তারা। ব্রাদার্স ইউনিয়ন পায় ৩৬ রানের জয়। মৌসুমে এটি তাদের প্রথম জয়।

ক্যারিয়ার সেরা ইনিংস খেলে ম্যান অফ দ্যা ম্যাচ হন আশরাফুল। তবে এ জয়ে এখনও টেবিলে অবস্থান পরিবর্তন হয়নি ব্রাদার্সের। ১১ দলের মধ্যে তারা আছে ১০ নম্বরে।

এ বিভাগের আরো খবর