বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রোনালডো আর পগবাকে ইউনাইটেডে দেখতে চান না রুনি

  •    
  • ৫ এপ্রিল, ২০২২ ১৩:০৯

পল পগবা ও ক্রিস্টিয়ানো রোনালডোকে নিয়ে এমন মন্তব্য করেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক তারকা রুনি। তার মতে রোনালডো একসময় বিশ্বের সেরা খেলোয়াড়দের একজন হলেও এখন তার সময় ফুরিয়েছে।

একজন ক্লাবের সবচেয়ে দামি খেলোয়াড় আর আরেকজন ক্লাবের কিংবদন্তি ও একসময় বিশ্বের অন্যতম সেরা ফরোয়ার্ড ছিলেন। তবে বর্তমানে ম্যানচেস্টার ইউনাইটেডে এই দুই তারকার একজনেরও দরকার নেই বলে মনে করেন সাবেক ইংলিশ স্ট্রাইকার ওয়েইন রুনি।

পল পগবা ও ক্রিস্টিয়ানো রোনালডোকে নিয়ে এমন মন্তব্য করেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক তারকা রুনি। তার মতে রোনালডো একসময় বিশ্বের সেরা খেলোয়াড়দের একজন হলেও এখন তার সময় ফুরিয়েছে। ক্লাবকে দেয়ার মতো কিছু আর নেই রোনালডোর।

স্কাই স্পোর্টসকে রুনি বলেন, ‘ক্রিস্টিয়ানো ফুরিয়ে আসছে। তার বয়স যখন ত্রিশের নিচে ছিল তখনকার মতো খেলোয়াড় সে নেই। ফুটবলে এমনটাই হয়। গোলমুখে সে হয়তো এখনও কার্যকর কিন্তু বাকি জায়গাতেও তার অবদান রাখার দরকার। ইউনাইটেডের আরও তরুণ ও ক্ষুধার্ত খেলোয়াড় দরকার।’

শুধু রোনালডোই নন রুনির ক্ষোভের কারণ ইউনাইটেডের সবচেয়ে দামি তারকা পল পগবাও। ২০১৬ সালে তৎকালীন বিশ্বরেকর্ড ১০৫ মিলিয়ন ইউরোতে ইউভেন্তাস থেকে ইউনাইটেডে আসার পর দলের প্রয়োজনে জ্বলে উঠতে পারেননি এ ফরাসি মিডফিল্ডার দাবি রুনির।

পগবার সময় এখন ক্লাব ছাড়ার এমনটা উল্লেখ করে রুনি বলেন, ‘পল যদি নিজেকে জিজ্ঞেস করে তাহলে সেও বলবে যে সর্বোচ্চটা দিতে পারেনি। ফ্রান্সের হয়ে তাকে যখন খেলতে দেখি মনে হয় সম্পূর্ণ ভিন্ন এক খেলোয়াড়। তার দক্ষতা, ভিশন ও নিয়ন্ত্রণ ফ্রান্সের হয়ে প্রতি খেলাতে সর্বোচ্চ থাকে।’

চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে যাবার পর, সামনের মৌসুমেও ইউরোপের শীর্ষ টুর্নামেন্টে খেলা নিয়ে শঙ্কায় পড়েছে ইউনাইটেড। শেষ ৫ লিগ ম্যাচে মাত্র ২ জয় নিয়ে তারা আছে টেবিলের ৭ নম্বরে।

এ বিভাগের আরো খবর