বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

দলের মানসিক শক্তিতে ভরসা রাখছেন মুমিনুল

  •    
  • ৪ এপ্রিল, ২০২২ ২০:০৩

প্রোটিয়া স্পিন ঘূর্ণিতে দ্বিতীয় ইনিংসে টাইগার শিবির থেকে কেবলমাত্র দুইজনের পক্ষে সম্ভব হয় দুই অঙ্কের রান ছোঁয়া। আর চার ব্যাটারকে সাজঘরে ফিরে যেতে হয় রানের খাতা খোলার আগেই।

সিরিজের প্রথম টেস্টে সাউথ আফ্রিকার কাছে অসহায় আত্মসমর্পণ করে ২২০ রানে পরাজিত হয়েছে বাংলাদেশ। সাউথ আফ্রিকার দেয়া ২৭৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ৫৩ তুলেই থেমে যায় সফরকারীদের রানের চাকা।

প্রোটিয়া স্পিন ঘূর্ণিতে দ্বিতীয় ইনিংসে টাইগার শিবির থেকে কেবলমাত্র দুইজনের পক্ষে সম্ভব হয় দুই অঙ্কের রান ছোঁয়া। আর চার ব্যাটারকে সাজঘরে ফিরে যেতে হয় রানের খাতা খোলার আগেই।

এমন শোচনীয় পরাজয়ের পরও মানসিকভাবে ভেঙে পড়ছেন না টেস্ট দলপতি মুমিনুল হক। দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়াতে আত্মপ্রত্যয়ী এই ব্যাটার।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এমনটাই বলেছেন মুমিনুল।

মুমিনুল বলেন, ‘অবশ্যই বাউন্স ব্যাক করা যাবে, বাউন্স ব্যাক করা যাবে না কেন? বাউন্স ব্যাক না করার কোনো কারণ তো নেই। দেখেন আমরা কিন্তু পাঁচ দিনের ভেতর চারটা দিন ভালো খেলেছি। কালকের শেষ সেশনটা ও আজকের প্রথম সেশনটা আমরা বাজে ব্যাটিং করেছি। এখানে অনেক ইতিবাচক লক্ষ্মণ আছে। যেগুলো দেখলে আমার কাছে মনে হয় আমরা সবাই আরামে, সহজেই বাউন্স ব্যাক করতে পারব।’

তিনি বলেন, ‘পাঁচ দিনই যে আমরা খারাপ খেলেছি তা না, শেষ দিনটা আমরা বাজে খেলে ফেলছি। যে কারণে ম্যাচটা আমাদের কাছ থেকে চলে গেছে। টেস্ট ক্রিকেটে আপনারাতো জানেন একদিন স্লিপ করলে সেখান থেকে ব্যাক করা খুবই ডিফিকাল্ট। আমার কাছে মনে হয় মানসিকভাবে শক্ত হয়ে এ জায়গাটায় আমরা আরও ভালোভাবে কামব্যাক করতে পারব।’

৭ এপ্রিল সিরিজের দ্বিতীয় টেস্টে মাঠে নামবে দুই দল।

এ বিভাগের আরো খবর