সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে পক্ষপাতমূলক আম্পায়ারিংয়ের শিকার হয়েছে বাংলাদেশ জাতীয় দল। ম্যাচজুড়েই বাংলাদেশের বিপক্ষে সিদ্ধান্ত দিতে দেখা গেছে দুই ফিল্ড আম্পায়ার মারাইস ইরাসমাস ও আড্রিয়ান হোল্ডস্টোকে।
প্রায় প্রতিটি এলবিডব্লিউয়ের আবেদন নাকচ করে দিয়েছেন এই দুই প্রোটিয়া আম্পায়ার। পরে রিভিউ নেয়ার পর সেটিতে আউট দিতে বাধ্য হয়েছেন এ দুজন।
অন্যদিকে বাংলাদেশি ব্যাটাররা আউট না হলেও কালক্ষেপণ না করে আউটের সিদ্ধান্ত দিয়ে দিতে দেখা যায় আম্পায়ার দুজনকে।
এমন পক্ষপাতমূলক আচরণের জন্য আইসিসির কাছে লিখিত অভিযোগ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোমবার সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনূস।
জালাল বলেন, ‘ওয়ানডে সিরিজের পর আমরা আইসিসির কাছে আনুষ্ঠানিকভাবে একটি অভিযোগ করেছি। ম্যাচ রেফারি আমাদের ম্যানেজার নাফিস ইকবালের সঙ্গেও বাজে ব্যবহার করেছিলেন, কিন্তু তিনি নমনীয় হয়েছিলেন যখন আমরা লিখিত অভিযোগ জানাই। টেস্ট ম্যাচ নিয়ে আমরা আরেকটি আনুষ্ঠানিক অভিযোগ করেছি।’
এদিকে বাজে আম্পায়ারিংয়ের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন জাতীয় দলের অলরাউন্ডার সাকিব আল হাসান। একই সুরে ম্যাচ শেষে গলা মিলিয়েছেন টেস্ট দলপতি মুমিনুল হকও।