প্রায় দেড় দশক আর্জেন্টিনা দলের হাল ধরে রেখেছেন লিওনেল মেসি ও আনহেল দি মারিয়া। দুই অভিজ্ঞ তারকাই আছেন ক্যারিয়ারের সায়াহ্নে। বিশ্বকাপ বাছাইপর্বে ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচের পর ভক্তদের জিজ্ঞাসা দুজন আর্জেন্টিনার মাটিতে শেষ ম্যাচ খেলে ফেললেন কি না?
বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার মাটিতে আর ম্যাচ নেই মেসি-দি মারিয়াদের। অবসরের গুঞ্জনকে আরও উসকে দেন দি মারিয়া। ইনস্টাগ্রামে এক পোস্টে আর্জেন্টাইন ফ্যানদের ধন্যবাদ জানিয়ে লেখেন, এটাই দেশের মাটিতে তার শেষ ম্যাচ।
আর্জেন্টিনার হেড কোচ লিওনেল স্কালোনি অবশ্য খেলোয়াড়দের অবসর নিয়ে ভাবছেন না। মেসি-দি মারিয়া যতদিন আছে দলে, তাদের খেলা উপভোগের পরামর্শ দিলেন তিনি।
স্কালোনি আর্জেন্টাইন সংবাদমাধ্যমকে বলেন, ‘বিশ্বকাপ খেলার পর সবাই চিন্তা-ভাবনা শুরু করে (অবসরের)। খেলোয়াড়দের মাথায় কী ঘুরছে সেটা আমি জানি না। সিদ্ধান্ত যেটাই হোক, তাদের খেলা উপভোগ করতে হবে। ভবিষ্যতে কী হবে তা নিয়ে পড়ে না থেকে, তারা বর্তমানে যে এত দুর্দান্ত খেলছেন সেটা উপভোগ করতে হবে আমাদের।’
দি মারিয়ার পোস্ট নিয়েও স্কালোনি মন্তব্য করেন। যদি ভেনেজুয়েলা ম্যাচই তার শেষ ম্যাচ হয়ে থাকে ঘরের মাঠে তাহলে এর চেয়ে ভালো সমাপ্তি আর হতে পারত না অভিমত তার।
স্কালোনি যোগ করেন, ‘স্বপ্নের মতোই ছিল পুরো ম্যাচটা। সে দারুণ পরিশ্রম করে খেলেছে। অন্য কেউ খেললে বিষয়টা হয়তো অন্যরকম হতো। সে শুধু খেলেনি, গোলও পেয়েছে। পুরো স্টেডিয়াম তাকে দাঁড়িয়ে অভ্যর্থনাও জানিয়েছে। এর চেয়ে বেশি আর সে কী চাইতে পারে!’