ব্রেন টিউমারের চিকিৎসা চলছে জাতীয় দলের স্পিনার মোশাররফ রুবেলের। এ ক্রিকেট তারকার দুঃসময়ে পাশে এসে দাঁড়িয়েছে ই-কমার্স প্রতিষ্ঠান মোনার্ক মার্ট।
রুবেলের চিকিৎসার জন্য ১৫ লাখ টাকা অনুদান দিয়েছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের আংশিক মালিকানাধীন এ প্রতিষ্ঠানটি। রাজধানীর মতিঝিলের সিটিসেন্টারে মোনার্ক মার্টের কার্যালয়ে রোববার বিকেলে মোশাররফ রুবেলের স্ত্রী ফারহানা চৈতি রূপার হাতে চেক তুলে দেয়া হয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে।
চৈতি বিষয়টি নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন। চৈতি আরও বলেন, মোনার্ক মার্ট ভবিষ্যতেও রুবেলের পাশে থাকার অঙ্গীকার করেছে।
২০১৯ সালে ব্রেন টিউমার ধরা পড়ে রুবেলের। প্রায় দেড় বছরের চিকিৎসায় সুস্থ হয়ে উঠছিলেন তিনি। কিন্তু চলতি বছরের জানুয়ারিতে এমআরআইয়ে জানতে পারেন যে টিউমারটি আবার বাড়তে শুরু করেছে। তারপর থেকে চলছে কেমোথেরাপি।
এখন পর্যন্ত ২৪টি কেমোথেরাপি নিয়েছেন রুবেল। অক্টোবরে সবশেষ কেমো নেন তিনি।
২০১৯ সালের ১৯ মার্চ সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নিউরো সার্জন এলভিন হংয়ের তত্ত্বাবধানে অস্ত্রোপচার হয় রুবেলের।