বিশ্বকাপ বাছাইপর্বে দক্ষিণ আমেরিকা অঞ্চলে (কনমেবোল) সহজ জয় পেয়েছে ব্রাজিল। আর পেরুকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছে উরুগুয়ে।
রিও দি জেনেইরোর ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে ব্রাজিল ৪-০ গোলে হারায় চিলিকে। আগেই বিশ্বকাপ নিশ্চিত করে ফেলা ব্রাজিল এতে করে বাছাইপর্বে সব ম্যাচে অপরাজিত থাকল।
মারাকানায় ব্রাজিলের হয়ে স্কোরিংয়ের শুরুটা করেন নেইমার। ৪৪ মিনিটে পেনাল্টি থেকে দলের প্রথম গোল করেন এ সুপারস্টার।
এর দুই মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন ভিনিসিয়াস জুনিয়র। ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ব্রাজিল।
বিরতির পর চিলিকে কোনো সুযোগই দেয়নি স্বাগতিক দল। আদায় করে নেয় আরও দুই গোল।
৭২ মিনিটে পাওয়া দ্বিতীয় পেনাল্টি থেকে ব্যবধান ৩-০ করেন ফিলিপে কোতিনিয়ো। আর একেবারে শেষ মুহূর্তে ৯০ মিনিটের সময় সেলেকাওদের বড় জয় নিশ্চিত করেন রিচার্লিসন।
রাতের আরেক ম্যাচে জর্জিয়ান আরেসসেতার একমাত্র গোলে বিশ্বকাপ নিশ্চিত করে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ে।
তবে বড় জয় পেয়েও বিশ্বকাপে খেলার সুযোগ পায়নি কলম্বিয়া। বলিভিয়াকে ৩-০ গোলে হারালেও লাভ হয়নি তাদের।
কনমেবোল অঞ্চল থেকে ব্রাজিল ও আর্জেন্টিনার পর চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছে ইকুয়েডর ও উরুগুয়ে। পঞ্চম দল হিসেবে পেরুকে প্লে-অফ খেলতে হবে ওশেনিয়া অঞ্চলের চ্যাম্পিয়নের সঙ্গে।