বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ইরাককে সেমিতে পেল বাংলাদেশ

  •    
  • ২২ মার্চ, ২০২২ ২২:২৬

আগামীকাল বুধবার দুপুর ২টায় দিনের প্রথম সেমিফাইনালে খেলতে নামবে কেনিয়া। তাদের প্রতিপক্ষ ‘এ’ গ্রুপ রানারআপ শ্রীলংকা। আর ৩টায় টানা দ্বিতীয় আসরের ফাইনালে ওঠার লড়াইয়ে ইরাকের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ।

চলমান আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের সেমি ফাইনালের প্রতিপক্ষ নিশ্চিত হয়েছে বাংলাদেশের। দ্বিতীয় আসরের ফাইনালে ওঠার লড়াইয়ে শক্তিশালী ইরাককে পেল জাতীয় কাবাডি দল।

মঙ্গলবার পল্টনস্থ শহীদ নূর হোসেন ভলিবল স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের ম্যাচে ইন্দোনেশিয়াকে ৬৭-১৬ ব্যবধানে উড়িয়ে দিয়ে গ্রুপ রানার আপ হয়ে সেমিতে পা রেখেছে ইরাক।

অন্যদিকে এই গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে সেমিতে চলে গেছে গত আসরের রানার আপ দল কেনিয়া। নিজেদের শেষ ম্যাচে নেপালকে ৬৫-১৯ পয়েন্টের বড় ব্যবধানে হারিয়েছে আফ্রিকান দলটি।

এর আগে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডকে হারিয়েছে স্বাগতিক বাংলাদেশ। উদ্বোধনী ম্যাচে ৪৬-১২ পয়েন্টে জয় পায় লাল-সবুজের প্রতিনিধিরা।

পরে মালয়েশিয়াকে ৫৬-২১ পয়েন্টে উড়িয়ে দিয়ে সেমি নিশ্চিত করে বাংলাদেশ। তৃতীয় ম্যাচে লঙ্কানদের ৪০-৩৮ ব্যবধানে হারিয়ে গ্রুপ সেরা হয় জাতীয় কাবাডি দল।

আগামীকাল বুধবার দুপুর ২টায় দিনের প্রথম সেমিফাইনালে খেলতে নামবে কেনিয়া। তাদের প্রতিপক্ষ ‘এ’ গ্রুপ রানারআপ শ্রীলংকা। আর ৩টায় টানা দ্বিতীয় আসরের ফাইনালে ওঠার লড়াইয়ে ইরাকের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ।

এবার আটটি দেশ অংশ নিয়েছে টুর্নামেন্টে। দেশগুলো হলো- ইংল্যান্ড, কেনিয়া, ইরাক, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, নেপাল ও স্বাগতিক বাংলাদেশ।

এ বিভাগের আরো খবর