বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

এশিয়া কাপ আর্চারিতে আশা দেখাচ্ছে রোমানদের তীর

  •    
  • ১৫ মার্চ, ২০২২ ২২:৪২

মঙ্গলবার থাইল্যান্ডের ফুকেটে অনুষ্ঠিত রিকার্ভ পুরুষ এককে ৭০ মিটার দূরত্বে ৭২টি তীর ছুড়ে ৭২০ স্কোরের মধ্যে রোমান সানা ৬৫৩ স্কোর করে ৩২ জনের মধ্যে সপ্তম হন। একই সঙ্গে রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে তৃতীয় স্থান নিশ্চিত করে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে রোমানরা।

এশিয়া কাপ বিশ্ব র‌্যাঙ্কিং টুর্নামেন্টের বাছাইপর্বে রিকার্ভ ইভেন্টে সপ্তম স্থান নিশ্চিত করেছেন দেশসেরা আর্চার রোমান সানা। একই সঙ্গে রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে তৃতীয় স্থান নিশ্চিত করে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেন রোমানরা।

মঙ্গলবার থাইল্যান্ডের ফুকেটে অনুষ্ঠিত রিকার্ভ পুরুষ এককে ৭০ মিটার দূরত্বে ৭২টি তীর ছুড়ে ৭২০ স্কোরের মধ্যে রোমান সানা ৬৫৩ স্কোর করে ৩২ জনের মধ্যে সপ্তম হন।

সবমিলিয়ে ৬৩৬ স্কোর করে ১৫তম স্থান অর্জন করেন মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল।

বাংলাদেশের মো. রোমান সানা ৬-৪ সেটে ফিলিপাইনের ‘গার্সিয়া গির্ভিল কুলেন নাইজেলকে পরাজিত করে ১/৮ (প্রি কোয়ার্টার ফাইনাল) খেলায় উন্নীত হন। মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল ৬-০ সেটে থাইল্যান্ডের ‘চাইসিল্প ফোনথাকর্ন কে পরাজিত করে ১/৮ (প্রি কোয়ার্টার ফাইনাল) খেলায় উন্নীত হন।

রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে বাংলাদেশ (মো. রোমান সানা, মো. সাগর ইসলাম ও মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল) ১৯৪০ স্কোর করে ৩য় স্থান অর্জন করে। দলগত ইভেন্টে বাংলাদেশ রিকার্ভ পুরুষ দল ফিলিপাইনের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করবে।

কম্পাউন্ড নারী একক ইভেন্টে ২২জন আর্চার অংশগ্রহণ করেন। ৫০ মিটার দূরত্বে ৭২টি তীর ছুড়ে ৭২০ স্কোরের মধ্যে শ্যামলী রায় ৬৭৫ স্কোর করে ১২তম এবং রোকসানা আক্তার ৬৬৪ স্কোর করে ১৬তম স্থান অর্জন করেন।

ইলিমিনেশন (নক-আউট) রাউন্ডে কম্পাউন্ড মহিলা একক ইভেন্টের ১/১৬ খেলায় বাংলাদেশের শ্যামলী রায় ১৪২-১৪০ স্কোরে সিঙ্গাপুরের ‘ওং ম্যাডেলিন জুই লিকে পরাজিত করে ১/৮ (প্রি কোয়ার্টার ফাইনাল) খেলায় উন্নীত হন। বাংলাদেশের শ্যামলী রায় ১৪০-১৩৮ স্কোরে মালয়েশিয়ার ‘কায়ালভিলিকে পরাজিত করে ১/৮ (প্রি কোয়ার্টার ফাইনাল) খেলায় উন্নীত হন।

এ বিভাগের আরো খবর