জাতীয় দলের ওয়ানডে ও টেস্ট খেলুড়ে ক্রিকেটাররা আছেন সাউথ আফ্রিকায়। দেশে কেবল টি-টোয়েন্টিতে চুক্তিবদ্ধ ও জাতীয় দল থেকে বাদ পড়া ক্রিকেটাররা। তাদের নিয়েই ১৫ মার্চ থেকে মাঠে গড়াতে যাচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগের চলতি বছরের আসর।
তারকা ক্রিকেটাররা দলের বাইরে থাকায় আসন্ন আসরে নিজেদের প্রমাণ করতে মুখিয়ে লম্বা সময় ধরে জাতীয় দলের কাছে বাইরে থাকা ক্রিকেটাররা। একই সঙ্গে এই টুর্নামেন্টের মধ্য দিয়ে বোর্ডের করা সদ্য কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়া ক্রিকেটাররা দলে ফেরার আশায় আছেন।
জাতীয় দলে অনেকদিন জায়গা করতে পারছেন না এক সময়ের ফিনিশার তকমা পাওয়া নাসির হোসেন। জাতীয় দলের হয়ে সবশেষ ওয়ানডেটি খেলেছিলেন ২০১৮ সালের জানুয়ারিতে; শ্রীলঙ্কার বিপক্ষে। এরপর মূল দল থেকে ছিটকে পড়েন নাসির। ঘরোয়া টুর্নামেন্টের পারফর্ম করে জাতীয় দলে ফেরার জন্য চেষ্টা করেছিলেন নাসির। তবে পারফরম্যান্সে হতাশ করেছেন ভক্তদের।
আসন্ন ডিপিএলে তারকাদের অনুস্পস্থিতিতে তাই ভালো কিছু করে সবার নজর কাড়তে মুখিয়ে ডানহাতি এই অলরাউন্ডার।
রোববার অনুশীলন শেষে গণমাধ্যমকে নাসির বলেন, ‘আমার এরকম কোনো লক্ষ্য নেই, বাংলাদেস টাইগার্স, জাতীয় দল এসব। আমার মূল লক্ষ্য পারফর্ম করা। যখন পারফর্ম করবেন তখন বাংলাদেশ টাইগার্স বলেন, জাতীয় দল বলেন, এসব দরজা খুলে আসবে।
পারফর্ম না করলে এটা (সুযোগ) আসবে না। মূল বিষয় হচ্ছে আপনি প্রিমিয়ার লিগ খেলছেন, এখানে কীভাবে পারফর্ম করবেন, কীভাবে টিমকে জেতাবেন, আমার মনে হয় প্রত্যেকটা খেলোয়াড়ের এই ফোকাসটা থাকা উচিত।’
নাসির আরও বলেন, ‘আমার মতো সব ক্রিকেটারই জাতীয় দলে খেলতে চায়। কিন্তু এটার একটা প্রসেস আছে, পারফর্ম করে এই জায়গায় খেলতে হবে। আমার টার্গেট এখন ঢাকা প্রিমিয়ার লিগে কীভাবে পারফর্ম করবো, কীভাবে টিমকে জেতাব।’