করোনা থাবা পড়েছে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে অংশ নিতে ভারতে যাওয়া বাংলাদেশ নারী ফুটবল দলে।
নারী দলের এক ফুটবলারসহ দুই কর্মকর্তার শরীরের করোনা ধরা পড়েছে। কোভিড টেস্টের পর সবাইকে যার যার রুমে আইসোলেশনে রাখা হয়েছে।
রোববার দুপুরে এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
বিবৃতিতে বলা হয়, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় ভারতের ‘হোটেল দি সনেট’ পৌঁছায় বাংলাদেশ দল। পৌঁছানোর পর কোভিড টেস্ট করানো হয়। রিপোর্ট না আসা পর্যন্ত সবাইকে যার যার রুমে আইসোলেশনে থাকতে বলা হয়। পরে টেস্টের ফল আসে। টেস্টে দলের দুইজন কর্মকর্তা ও একজন খেলোয়াড়সহ ৩ জনের কোভিড পজিটিভ আসে।
পরবর্তী টেস্ট না করা পর্যন্ত সবাইকে হোটেল কক্ষে অবস্থান ও সম্পূর্ণ আইসোলেশনে থাকার নির্দেশনা দেয়া হয়েছে।
ঝাড়খণ্ডের জামশেদপুরে ১৫ মার্চ শুরু হবে সাফের আসর। টুর্নামেন্টে এবার বাংলাদেশসহ অংশ নিয়েছে আয়োজক ভারত ও নেপাল। করোনাভাইরাসের জন্য টুর্নামেন্ট থেকে সরে দাঁড়িয়েছে ভুটান ও শ্রীলঙ্কা।
‘হোম অ্যান্ড অ্যাওয়ে’ পদ্ধতিতে ম্যাচ খেলবে তিন দল। দুবার করে প্রতিপক্ষের মুখোমুখি হবে তারা। ১৭ মার্চ নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের চ্যালেঞ্জ। ১৯ মার্চ ভারত, ২১ মার্চ নেপাল এবং ২৫ মার্চ ভারতের সঙ্গে শেষ ম্যাচটি খেলবে মেয়েরা। সবচেয়ে বেশি পয়েন্ট পাওয়া হবে চ্যাম্পিয়ন।
ভুটানের মাটিতে ২০১৮ সালে নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। এবার জামশেদপুর থেকেও ট্রফি নিয়ে ঘরে ফেরার প্রত্যাশা নিয়ে ভারতে গেছে বাংলাদেশ দল।