বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ক্ষমা চাইলেন গাভাস্কার

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৮ মার্চ, ২০২২ ১১:২১

পুরো পৃথিবী যখন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছিল এই দুই কিংবদন্তি ক্রিকেটারকে, ঠিক সে সময় শেন ওয়ার্নকে নিয়ে এক প্রকারে কটূক্তিই করে বসেছিলেন সাবেক ভারতীয় ক্রিকেটার সুনিল গাভাস্কার।

২৪ ঘণ্টার ভেতর ক্রিকেট বিশ্ব হারিয়েছে দুই কিংবদন্তি অস্ট্রেলীয় ক্রিকেটারকে। একজন কিংবদন্তি উইকেটরক্ষক রড মার্শ ও আরেকজন স্পিন জাদুকর শেন ওয়ার্ন। এই দুই ক্রিকেট গ্রেটের বিদায়ে শোকের ছায়া নেমে এসেছিল ক্রিকেট বিশ্বজুড়ে।

পুরো পৃথিবী যখন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছিল দুই কিংবদন্তি ক্রিকেটারকে, ঠিক সে সময় শেন ওয়ার্নকে নিয়ে এক প্রকারে কটূক্তি করে বসেন ভারতীয় সাবেক ক্রিকেটার সুনিল গাভাস্কার।

এরপরেই শুরু হয় গাভাস্কারকে নিয়ে সমালোচনা। অবশেষে নিজের ভুল বুঝতে পেরেছেন তিনি, ভুলের ক্ষমা চেয়ে ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন সাবেক এই ক্রিকেটার।

সেই ভিডিও বার্তায় গাভাস্কার বলেন, ‘গত সপ্তাহটা ক্রিকেটবিশ্বের জন্য বেদনাদায়ক ছিল। আমরা প্রখ্যাত দুই ক্রিকেটার রড মার্শ ও শেন ওয়ার্নকে হারিয়েছি। একজন উপস্থাপক আমার কাছে জানতে চেয়েছিল যে ওয়ার্ন সর্বকালের সেরা স্পিনার কি না, সেখানে আমি শুধু আমার ব্যক্তিগত মতামত দিয়েছিলাম।’

তিনি আরও বলেন, ‘আসলে উপস্থাপকের ওই প্রশ্নটা করা উচিত ছিল না বা আমার উত্তর দেয়াটাও উচিত হয়নি। কারণ সময়টা তুলনা বা সমালোচনা করার মতো ছিল না। খেলার মান বৃদ্ধি করা ক্রিকেটারদের মধ্যে একজন ছিলেন ওয়ার্ন। রড মার্শ সেই উইকেটরক্ষকের মধ্যে একজন, যাকে এই খেলা সেরার মর্যাদা দিয়েছে। তাদের আত্মার শান্তি কামনা করি।’

ঘটনার সূত্রপাত হয়েছিল ভারতের একটি টেলিভিশন চ্যানেলের লাইভ অনুষ্ঠানে। সে সময় অনুষ্ঠানের সঞ্চালকের করা প্রশ্নের উত্তরে গাভাস্কার বলেছিলেন, ‘আমার কাছে, ভারতীয় স্পিনাররা ও মুত্তিয়া মুরালিধরন ওয়ার্নের চেয়ে অনেক ভালো। কারণ ভারতের বিপক্ষে ওয়ার্নের রেকর্ডটা একবার দেখুন। ভারতের বিপক্ষে সে খুব সাধারণ বোলার ছিল।’

এ বিভাগের আরো খবর