চারদিনের খেলা শেষ। এর পর অলৌকিক কিছু না ঘটলে পাকিস্তান ও অস্ট্রেলিয়ার মধ্যেকার ঐতিহাসিক টেস্ট সিরিজের প্রথম টেস্ট ম্যাচ ড্র হতে চলেছে। চারদিনের খেলা শেষ হলেও এখনও দুই দলের দুই ইনিংস শেষ হয়নি!
চতুর্থ দিনের খেলা শেষে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করছিল অস্ট্রেলিয়া। দিনশেষে তাদের বোর্ডে রান ছিল ৭ উইকেটে ৪৪৯।
২ উইকেটে ২৭২ রান নিয়ে দিন শুরু করে সফরকারী অস্ট্রেলিয়া। তবে রাওয়ালপিন্ডির মাঠ ভেজা থাকায় খেলা শুরু হতে ঘণ্টা দেড়েক দেরি হয় ফলে দিনের খেলার ২৬ ওভার নষ্ট হয়।
দিনে অস্ট্রেলিয়াকে প্রথম ধাক্কা দেন শাহিন আফ্রিদি। ৯০ রান করা মারনাস ল্যাবুশেইনকে আউট করেন তিনি। স্টিভেন স্মিথের সঙ্গে তৃতীয় উইকেটে ১০৮ রানের জুটি গড়েন ল্যাবুশেইন।
স্পিনার নুমান আলির বলে এরপর বিদায় নেন ৮ রান করা ট্র্যাভিস হেড।
৫ম উইকেটে স্মিথের সঙ্গে জুটি গড়েন ক্যামেরন গ্রিন। নুমানের বলে ৪৮ রান করা গ্রিনের বিদায়ে ভাঙে ৮১ রানের জুটি।
স্মিথকে আউট করে নিজের চতুর্থ সাফল্য পান নুমান। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়কের ব্যাট থেকে আসে ৭৮। ১৯ রানে অ্যালেক্স ক্যারিকে আউট করেন নাসিম শাহ।
দিনশেষে প্যাট কামিন্স ৪ ও মিচেল স্টার্ক ১২ রানে অপরাজিত ছিলেন। পাকিস্তানের প্রথম ইনিংসের সংগ্রহের চেয়ে এখনও ২৭ রানে পিছিয়ে অস্ট্রেলিয়া।
আগে ব্যাট করে পাকিস্তান ৪ উইকেটে ৪৭৬ রান সংগ্রহ করে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে।