বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

চট্টগ্রাম আবাহনীকে প্রথম হারের স্বাদ দিল শেখ জামাল

  •    
  • ৬ মার্চ, ২০২২ ২১:২১

মুন্সীগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ লে. মতিউর রহমান স্টেডিয়ামে শ্বাসরুদ্ধকর ম্যাচে চট্টগ্রাম আবাহনীকে ২-১ ব্যবধানে হারিয়েছে শেখ জামাল। এ ম্যাচের মধ্য দিয়ে জয়ে ফিরল শেখ জামাল। জয়ে ফেরার ম্যাচে জোড়া গোল করেন সলোমন কানফর্ম।

শেষ পর্যন্ত অপরাজিত থাকার ধারাবাহিকতা বজায় রাখা সম্ভব হয়নি চট্টগ্রাম আবাহনীর। সপ্তম রাউন্ডে এসে শেখ জামালের কাছে হেরে প্রথমবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে পূর্ণ তিন পয়েন্ট খোয়াল মারুফুল হকের বাহিনী।

পেনাল্টি মিসের আক্ষেপটা তাই একটু পোড়াতেই পারে সমুদ্রবন্দরীর দলটিকে।

মুন্সীগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ লে. মতিউর রহমান স্টেডিয়ামে শ্বাসরুদ্ধকর ম্যাচে চট্টগ্রাম আবাহনীকে ২-১ ব্যবধানে হারিয়েছে শেখ জামাল। এ ম্যাচের মধ্য দিয়ে জয়ে ফিরল শেখ জামাল।

জয়ে ফেরার ম্যাচে জোড়া গোল করেন সলোমন কানফর্ম।

ম্যাচের ২৯ মিনিটে সৌরভের পাস থেকে বল পেয়ে গোল করে শেখ জামালকে লিড এনে দেন সলোমন কানফর্ম।

বিরতির পর ম্যাচের ৬৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ধানমন্ডির জায়ান্টরা। নিজের ও দলের দ্বিতীয় গোলটি করেন সলোমন কানফর্ম। এই গোলের মধ্য দিয়ে লিগে ষষ্ঠতম গোলটি করলেন এই মালির ফরোয়ার্ড।

দুই গোলে পিছিয়ে থেকে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে চট্টগ্রাম আবাহনী। ম্যাচের ৭৬ মিনিটে ব্যবধান কমানোর সুবর্ণ সুযোগটি আদায় করে ফেলে তারা। তবে পেনাল্টি মিস করে বসেন আগের ম্যাচে আবাহনীর বিপক্ষে গোল করা আফগান ফরোয়ার্ড ওমিদ পোপালজাই।

পরে ম্যাচের ৮৩ মিনিটে পিটার থ্যাংকগডের গোলে প্রত্যাবর্তন করে চট্টগ্রাম আবাহনী। তবে শেষ পর্যন্ত সমতায় ফেরা সম্ভব হয়নি মারুফুলের বাহিনীর। ফলে জয় নিয়ে মাঠ ছাড়ে শেখ জামাল।

এ জয়ে ৭ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে দুইয়ে ওঠে আসে হুয়ান মার্তিনেজের দল শেখ জামাল। ১২ পয়েন্ট নিয়ে চারে অবস্থান করছে চট্টগ্রাম আবাহনী।

এ বিভাগের আরো খবর