বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন রাজ্জাক

  • ক্রীড়া ডেস্ক   
  • ২৮ সেপ্টেম্বর, ২০২৫ ২০:৫৫

খুলনা বিভাগের পরিচালক পদের জন্য আব্দুর রাজ্জাকের ফরম কেনা ছিল চমক দেওয়া খবর। প্রিসাইডিং অফিসারের কাছ থেকে ফরম সংগ্রহের ছবি ফেসবুকে পোস্ট হওয়ার পরও মনে করা হচ্ছিল ডামিপ্রার্থী করা হচ্ছে। খোঁজ নিতেই জানা গেল রাজ্জাকের পরিচালক হওয়া নিশ্চিত। নির্বাচক পদও ছেড়ে দিয়েছেন ততক্ষণে। রাজ্জাকের খুলনা থেকে পরিচালক হবেন দুজন। মোহাম্মদ জুলফিকার আলি খান হতে পারেন দ্বিতীয়জন। যদিও খুলনা থেকে তিনজন ফরম কিনেছেন। রাজ্জাক বলতে পারছেন না কে সেই তৃতীয় ব্যক্তি।

খোঁজ নিয়ে জানা গেছে, সেই রহস্যমানবের ফরম নির্বাচন কমিশনে জমা পড়েনি। কারণ তিনি সমর্থক বা প্রস্তাবক জোগাড় করতে পারেননি। সেদিক থেকে বলা যায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হচ্ছেন রাজ্জাক। ক্যাটাগরি-১ তথা সাতটি বিভাগে নির্বাচন হওয়ার সম্ভাবনা কম। সরকার মনোনীত প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করার উদ্যোগ নেওয়া হতে পারে।

১৫ দিন আগে রাজ্জাককে প্রস্তাব দেওয়া হয়েছিল। গত বৃহস্পতিবার চূড়ান্ত প্রস্তাব পান তিনি। গত শনিবার সিলেট থেকে ফিরে নমিনেশন পেপার জমা দেন বিসিবির সদ্য সাবেক এ নির্বাচক। তিনি বলেন, ‘আমাকে বিভাগ থেকেই চেয়েছে। সে কারণে সিদ্ধান্ত নেওয়া সহজ হয়েছে। আমি মানসিকভাবে নির্বাচন করার প্রস্তুতি নিয়ে ফেলেছি।’ নির্বাচকের পদ ছাড়া নিয়ে তিনি বলেন, ‘আসন্ন সিরিজের জন্য কাজ হয়ে গেছে। পরবর্তী সিরিজে লিপু ভাই ও শান্ত ভাই কাজ করবেন।’

ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগ থেকে দুজন করে পরিচালক নির্বাচিত হবেন। এই তিন বিভাগের মধ্যে বেশি ফরম বিক্রি হয়েছে চট্টগ্রামে ৫টি। ঢাকা ও খুলনায় ৩টি করে। ঢাকা থেকে আমিনুল ইসলাম বুলবুল ও নাজমুল আবেদীন ফাহিমের সঙ্গে রেদওয়ান ফুয়াদ ফরম নিয়েছেন। সমঝোতা হলে বুলবুলের সঙ্গে ফাহিম জয়ী হতে পারেন। চট্টগ্রাম বিভাগ থেকে মীর হেলালের পরিচালক হওয়া নিশ্চিত। আরেকজন হতে পারেন আহসান ইকবাল।

বিসিবি সভাপতির পর্যটনবিষয়ক উপদেষ্টা ভোলা জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর মো. শাখাওয়াত হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন। বরিশাল থেকে তিনিই একমাত্র পরিচালক প্রার্থী। সিলেট থেকে রাহাত শামস হতে পারেন পরিচালক। যদিও সিলেট থেকে তিনজন ফরম কিনেছেন। সবেচেয়ে বেশি ফরম কিনেছেন রংপুর বিভাগের কাউন্সিলররা। একটি পদের বিপরীতে ছয়টি ফরম বিক্রি হয়েছে। অথচ এই বিভাগে কাউন্সিলর আছেন ৯ জন। এছাড়া রাজশাহী বিভাগে চারজন ফরম কিনেছেন। ক্যাটাগরি-৩ থেকে ফরম কিনেছেন খালেদ মাসুদ পাইলট, দেবব্রত পাল ও সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর।

আসল লড়াইটা হবে ক্যাটাগরি-২ তথা ক্লাবের প্রার্থীদের মধ্যে। এই বিভাগ থেকে মন্ত্রণালয়ের সঙ্গে সমঝোতা করার চেষ্টা হয়েছে। তিনটি পরিচালক পদ ছেড়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে। সেই তিন পরিচালক ফারুক আহমেদ এবং তার দুই বন্ধু আমজাদ হোসেন, ইমরাজ আহমেদ। ক্লাব ক্যাটাগরিতে তামিমের প্যানেলে প্রকৃত ক্রিকেট সংগঠকদের বাদ দিয়ে রাজনৈতিক নেতার ছেলেদের জায়গা করে দেওয়া হয়েছে। ঢাকার মেয়র প্রার্থী ইশরাক হোসেন শেষ পর্যন্ত প্রার্থী হচ্ছেন না। ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বিরোধ থাকায় তাকে বাদ দিতে বলা হয়েছে বলে সূত্র জানায়। তামিমের প্যানেলে জায়গা না পেয়ে ইফতেখার রহমান মিঠু স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। ক্লাব ক্যাটাগরি থেকে ৩২ জন নমিনেশন পেপার কিনেছেন।

এ বিভাগের আরো খবর