পাঁজরের চোটের কারণে এশিয়া কাপের সুপার ফোর পর্বে বাংলাদেশের শেষ দুই ম্যাচে মাঠে নামা হয়নি টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস। এবার আফগানিস্তানের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজেও তার খেলা অনিশ্চিত।
বিসিবির একটি সূত্র শনিবার গণমাধ্যমকে জানিয়েছে, পাঁজরের চোট থেকে সেরে উঠতে লিটনের দুই সপ্তাহের মতো সময় লাগবে বলে বিসিবির মেডিকেল বিভাগ থেকে নির্বাচক প্যানেলকে জানানো হয়েছে। তাই ওয়ানডে সিরিজেও খেলবেন কিনা, সে ব্যাপারে এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। টি-টোয়েন্টি সিরিজ শেষে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।
গত ২২ সেপ্টেম্বর আইসিসি একাডেমি গ্রাউন্ডের নেটে ব্যাটিং অনুশীলন করার সময় চোট পান লিটন। দলের চিকিৎসক বায়জিদ উল ইসলাম সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেন এবং ব্যথার অবস্থা পরীক্ষা করেন। এরপরই অনুশীলন ছেড়ে উঠে যান লিটন। এই চোটের জেরেই পরে এশিয়া কাপের সুপার ফোরে ভারত এবং পাকিস্তানের বিপক্ষে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ মিস করেন তিনি।
আগামী ২ অক্টোবর থেকে আফগানদের বিপক্ষে সিরিজ শুরু বাংলাদেশের। এর মধ্যে টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে শারজায়। আর ওয়ানডে সিরিজের তিন ম্যাচ হবে আবুধাবিতে।