বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

গোলমুখে খরার সমাধান খুঁজছেন পচেত্তিনো

  •    
  • ৬ মার্চ, ২০২২ ১১:৫৫

এমবাপে মাঠে না থাকলে গোল খরায় ভুগতে হচ্ছে পিএসজিকে। শনিবার রাতেও তাদের অবস্থা ছিল একই। সাসপেনশনের কারণে ম্যাচে খেলেননি এমবাপে। তাতে নিসের কাছে ১-০ গোলে হেরে গেছে তারকাখচিত পিএসজি।

মৌসুমে দুর্দান্ত ফর্মে আছেন কিলিয়ান এমবাপে। ফরাসি এ তারকার পা থেকে এসেছে ২৪ গোল। প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) পরের তিন ফরোয়ার্ড লিওনেল মেসি, নেইমার ও মাউরো ইকার্দি মিলেও এতগুলো গোল করেননি।

ফলে এমবাপে মাঠে না থাকলে গোল খরায় ভুগতে হচ্ছে পিএসজিকে। শনিবার রাতেও তাদের অবস্থা ছিল একই। সাসপেনশনের কারণে ম্যাচে খেলেননি এমবাপে। তাতে নিসের কাছে ১-০ গোলে হেরে গেছে তারকাখচিত পিএসজি।

মেসি-নেইমার-দি মারিয়ারা নিসের মাঠে গোলের সুযোগ তৈরি করলেও ফিনিশিং করার কেউ ছিল না। ফলে হেরেও শহরে ফিরতে হয়েছে প্যারিসিয়ানদের।

ম্যাচ শেষে পিএসজির ম্যানেজার মরিসিও পচেত্তিনো সংবাদমাধ্যমকে জানান, তিনি গোলমুখে সমস্যার সমাধান খুঁজছেন।

পচেত্তিনো বলেন, ‘শেষ ২০ মিটারে আমাদের কাছে কোনো সমাধান ছিল। মাদ্রিদের বিপক্ষে আমাদের এর একটা সমাধান খুঁজে বের করতে হবে। আপাতত এ বিষয়টি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এ ম্যাচ হেরে যাওয়ায় আমরা হতাশ।’

ম্যাচে নিসের হয়ে ৮৮ মিনিটে জয়সূচক গোল করেন অ্যান্ডি ডেলোর্ট। শেষ মুহূর্তের গোলে পরাজয়কে দুর্ভাগ্যজনক বললেও পচেত্তিনোর মতে জয় তাদের প্রাপ্য ছিল না।

তিনি বলেন, ‘ভাগ্য আমাদের সহায় ছিল না। শেষ পর্যন্ত হয়তো জয় আমাদের প্রাপ্য ছিল না। কিন্তু পরাজয়ও আমাদের প্রাপ্য নয়।’

গোল খরার সমাধান বের করার জন্যে পচেত্তিনোর হাতে সময় খুব বেশি নেই। বুধবার রাতে চ্যাম্পিয়নস লিগে দ্বিতীয় লেগে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে পিএসজি।

প্রথম লেগে নিজ মাঠে ১-০ গোলে জিতেছিল তারা। তবে দ্বিতীয় লেগে এক গোলের ব্যবধান যে যথেষ্ট হবে না, সেটা ভালোই জানা আছে পচেত্তিনোর। তার জন্যে স্বস্তির খবর ওই ম্যাচে একাদশে ফিরছেন এমবাপে।

এ বিভাগের আরো খবর