বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

চেলসি বিক্রি করে যুদ্ধাহতদের অর্থ দেবেন আব্রামোভিচ

  •    
  • ৩ মার্চ, ২০২২ ১১:৪৬

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের পরিপ্রেক্ষিতে লন্ডনের পার্লামেন্টে সম্প্রতি রুশ ব্যবসায়ীদের ইংল্যান্ডে ব্যবসা-বাণিজ্যের ওপর নিষেধাজ্ঞা আরোপ নিয়ে আলোচনা হয়েছে। আব্রামোভিচ পুতিনের অন্যতম ঘনিষ্ঠ ব্যবসায়ী বন্ধু।

ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসি বিক্রি করে দিচ্ছেন এর মালিক রোমান আব্রামোভিচ। রাশিয়ান এ বিলিয়নেয়ার বুধবার রাতে এক বিবৃতিতে নিজের এ সিদ্ধান্ত জানিয়েছেন।

ক্লাবের স্বার্থে এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে উল্লেখ করেন আব্রামোভিচ। ক্লাব বিক্রির পুরো অর্থ রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ক্ষতিগ্রস্তদের জন্য ব্যয় করা হবে বলে জানান তিনি।

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের পরিপ্রেক্ষিতে লন্ডনের পার্লামেন্টে সম্প্রতি রুশ ব্যবসায়ীদের ইংল্যান্ডে ব্যবসা-বাণিজ্যের ওপর নিষেধাজ্ঞা আরোপ নিয়ে আলোচনা হয়েছে। আব্রামোভিচ পুতিনের অন্যতম ঘনিষ্ঠ ব্যবসায়ী বন্ধু।

চেলসির ক্লাব সাইটে প্রকাশ করা বিবৃতিতে বলা হয়, ‘বর্তমান পরিস্থিততে আমি ক্লাব বিক্রি করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমার মতে এটাই ক্লাব, ফ্যান, কর্মকর্তা ও এর অংশীদার ও স্পন্সরদের জন্য সেরা সিদ্ধান্ত।’

২০০৩ সালে ক্লাব কিনে নেয়ার পর ক্লাবে প্রায় ২ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছেন ৫৫ বছর বয়সী আব্রামোভিচ। তার আমলে চেলসি নিজেদের ইতিহাসের সেরা সাফল্য পায়। জিতে নেয় ৫টি ইংলিশ প্রিমিয়ার লিগ ও ২টি ইউয়েফা চ্যাম্পিয়নস লিগ শিরোপা।

অর্থ বিনিয়োগ ছাড়াও ক্লাব ও এ-সংক্রান্ত বিভিন্ন প্রজেক্টে নানা সময়ে অর্থ ধার দিয়েছেন আব্রামোভিচ। সেটা ফেরত চান না তিনি। চেলসি বিক্রির অর্থ দিয়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ক্ষতিগ্রস্তদের জন্য ফাউন্ডেশন তৈরির উদ্যোগ নিয়েছেন এ ব্যবসায়ী।

বিবৃতিতে তিনি আরও উল্লেখ করেন, ‘ক্লাবটি কখনই আমার জন্য ব্যবসা বা অর্থের বিষয় ছিল না। এটি ছিল খেলা ও ক্লাবের প্রতি বিশুদ্ধ আবেগের একটি সম্পর্ক। আমি আমার তরফ থেকে একটি দাতব্য সংস্থা স্থাপনের নির্দেশ দিয়েছি, যেখানে বিক্রি থেকে সব আয় দান করা হবে। ফাউন্ডেশনটি তৈরি করা হচ্ছে ইউক্রেনের যুদ্ধের শিকার সবার সুবিধার জন্য।’

বিবিসি জানিয়েছে, এরই মধ্যে সুইস বিলিয়নেয়ার হানসিয়র্গ ভাইসের সঙ্গে কথা বলে রেখেছেন আব্রামোভিচ। সবকিছু ঠিকঠাক থাকলে এক সপ্তাহের মধ্যে ক্লাবের মালিকানা হস্তান্তর করা হবে।

এ বিভাগের আরো খবর