ব্রাজিলের দ্বিতীয় বিভাগের ফুটবল দল বাহিয়ার টিম বাসে বোমা হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় তিনজন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে।
ক্লাব কর্তৃপক্ষ জানায়, সামপারিও কোরেয়ার সঙ্গে ম্যাচ খেলতে ঘরের মাঠ সালভাদরে পৌঁছার পর এই হামলার ঘটনা ঘটে।
এই ঘটনায় আঘাত পাওয়া দলের গোলকিপার দানিলো ফার্নান্দেজকে হাসপাতালে নেয়া হয়। লেফট ব্যাক মাথিউস বাহিয়া ও ফরোয়ার্ড মারসেলো সিরিনোও আঘাত পেয়েছেন।
এমন অবস্থার পরও ম্যাচ খেলে ২-০ গোলে জয়ও পায় বাহিয়া।
বাহিয়া টুইট করে জানায়, ‘ক্লাব বাহিয়ার টিম বাসের ভেতরে বোমা হামলা হয়। ফুটবলাররা আহত হোন। সবচেয়ে আতঙ্কের বিষয় এই ঘটনায় গোলকিপার দানিলো ফার্নান্দেজ গুরুতর আঘাত পান। সঙ্গে সঙ্গে থাকে হাসপাতালে নেয়া হয়।’
পরে জানানো হয় ফার্নান্দেজ ভালো আছেন। তবে হাসপাতালে কিছুদিন থাকতে হবে তাকে। চিকিৎসকের রিপোর্ট অনুযায়ী, তার মুখে, ঘাড়ে ও পায়ে আঘাত পেয়েছেন।
বাহিয়ার হেড কোচ গুতো ফেরেইয়া খেলোয়াড়দের পেশাদারত্বের প্রশংসা করে বলেন, ‘এর মধ্য দিয়েও তারা মাঠে খেলেছে। ম্যাচ বাতিল করে নাই। এটাই পেশাদারত্ব।’
একই সঙ্গে ঘটনার তদন্ত দাবি করে বলেন, ‘এমন ঘটনা অগ্রহণযোগ্য। এমন আক্রমণের নিবিড় তদন্ত দরকার।’