বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

শেখ জামালের ৩ গোল সুদ-আসলে ফেরত রহমতগঞ্জের

  •    
  • ১৭ ফেব্রুয়ারি, ২০২২ ২২:৫৬

ম্যাচের ৮৯ মিনিট পর্যন্ত ম্যাচে ৩-১ ব্যবধানে লিড নিয়ে জয়ের স্বপ্ন দেখা শেখ জামালের সঙ্গে ড্র করে বসে রহমতগঞ্জ। এ ড্রয়ে লিগে প্রথমবার কোনও পয়েন্ট পেল পুরান ঢাকার জায়ান্টরা।

রাজধানীর বসুন্ধরা কিংস এরেনা নিয়ে আলোচনার মধ্যে সিলেটের ভেন্যুতে হয়ে গেল জমজমাট একটি ম্যাচ। ইনজুরি টাইমের দুই গোলে প্রিমিয়ার লিগের ম্যাচে হেভিয়েট শেখ জামালের নিশ্চিত জয় রুখে দিয়েছে রহমতগঞ্জ এমএফসি।

ম্যাচের ৮৯ মিনিট পর্যন্ত ম্যাচে ৩-১ ব্যবধানে লিড নিয়ে জয়ের স্বপ্ন দেখা শেখ জামালের সঙ্গে ড্র করে বসে রহমতগঞ্জ। এ ড্রয়ে লিগে প্রথমবার কোনও পয়েন্ট পেল পুরান ঢাকার জায়ান্টরা।

অন্যদিকে পয়েন্ট খুইয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার সুযোগ হারাল শেখ জামাল।

লিগে ভেন্যু বাড়ার পর এবার সিলেটের এক ম্যাচে গোলের বন্যা দেখল ফুটবল ভক্তরা।

ম্যাচের শুরু থেকে আধিপত্য নিয়ে খেলতে থাকে শেখ জামাল। দাপট বজায় রেখে ধারাবাহিক আক্রমণে ম্যাচের ২২ মিনিটে লিড নিয়ে ফেলে হুয়ান মার্টিনেজের বাহিনী।

গোল করে দলকে উল্লাসে মাতান শেখ জামালে অধিনায়ক সলোমন কনফর্ম। ঠিক ২২ মিনিট পর বিরতির আগে গাম্বিয়ান এই ফরোয়ার্ডের আরেকটি গোলে ম্যাচের ফল ২-০ করে ফেলে জামাল।

দুই গোলে পিছিয়ে বিরতির পর কামব্যাক করে রহমতগঞ্জ। ম্যাচের ৬৮ মিনিটে আসররভের গোলে ম্যাচে ব্যবধান কমায় পুরান ঢাকার জায়ান্টরা।

তার ছয় মিনিট পর ডিফেন্ডার আতিকুজ্জামানের গোলে মুহূর্তেই ম্যাচের স্কোর ৩-১ করে ফেলে জামাল।

এই স্কোরটাও যে স্বস্তির নয়, তা বুঝিয়ে দেয় রহমতগঞ্জ। ৯০ মিনিটে সানডে চিজোবার গোলে ব্যবধান ৩-২ করে তারা। ম্যাচ তখনও শেখ জামালের হাতে। শেষ পর্যন্ত লিগ জায়ান্টদের পূর্ণ পয়েন্টের স্বস্তিতে মাঠ ছাড়তে দেয়নি রহমতগঞ্জ।

ইনজুরি টাইমের শেষ মিনিটে গোল করে রহমতগঞ্জকে উল্লাসে মাতান ডিফেন্ডার ল্যান্ডিং তোরে।

এই ড্রয়ে ৮ পয়েন্ট নিয়ে লিগের টেবিলের ২-এ অবস্থান করছে শেখ জামাল। ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে বসুন্ধরা কিংস। আর ১ পয়েন্ট নিয়ে ১১তম অবস্থানে রহমতগঞ্জ।

এদিকে, রাজধানীর বসুন্ধরা কিংস এরেনায় একই সময়ে বাংলাদেশ পুলিশ এফসিকে ৩-০ গোলে হারায় বসুন্ধরা কিংস। এই ম্যাচের মধ্য দিয়ে দেশের প্রথম ক্লাব হিসেবে নিজের মাঠে লিগের ম্যাচ খেলল বসুন্ধরা কিংস।

এ বিভাগের আরো খবর