বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ইতিহাস গড়তে প্রস্তুত বসুন্ধরা কিংস

  •    
  • ১৭ ফেব্রুয়ারি, ২০২২ ০১:০৮

বুধবার দুপুরে কিংসের ম্যাচ সামনে রেখে এরেনায় অনুশীলন সেরেছে বাংলাদেশ পুলিশ এফসি। বৃহস্পতিবার বিকাল তিনটায় এই ভেন্যুতে গড়াবে ম্যাচটি। এ ম্যাচের মধ্য দিয়ে দেশের প্রথম ক্লাব হিসেবে নিজেদের হোম ভেন্যুতে প্রিমিয়ার লিগের ম্যাচ খেলার ইতিহাস গড়বে বসুন্ধরা কিংস।

দেশের প্রথম ক্লাব হিসেবে নিজেদের হোম ভেন্যুতে প্রিমিয়ার লিগের ম্যাচ খেলার ইতিহাসের একেবারে দ্বারপ্রান্তে বসুন্ধরা কিংস। বৃহস্পতিবার লিগের ম্যাচকে সামনে রেখে বসুন্ধরা কিংস এরেনা ভেন্যুর যাবতীয় প্রস্তুতি সেরে ফেলেছে ক্লাব কর্তৃপক্ষ।

দেশের এমন ইতিহাসে গর্ববোধ করছেন বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান।

উদ্বোধনের আগের দিন বুধবার ক্লাব পরিদর্শনে যাওয়ার পর সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘দেশের প্রথম দল হিসেবে নিজেদের মাঠে খেলবে কিংস, এটা আমাদের জন্য ভীষণ গর্বের। ২০১৯ সালে যখন আমরা এর কাজ শুরু করি, তখন থেকে একেকটা দিন কাজ এগিয়েছে এবং আমাদের ভেতর অন্যরকম অনুভূতি কাজ করেছে। এখন এই মাঠ পূর্ণতা পাওয়ার অপেক্ষায়। এই অনুভূতি অন্যরকম।’

লিগের প্রথম ম্যাচেই অভিষেক করার কথা ছিল বসুন্ধরা কিংসের। কিন্তু বাফুফের সঙ্গে জটিলতায় তা পিছিয়েছে।

বাফুফে ভুল শুধরে পেশাদার হয়েছে এতেই যেন স্বস্তি ফিরেছে কিংস শিবিরে।

ক্লাবের সভাপতির ভাষ্যমতে, ‘আসলে পেশাদার লিগের প্রথম শর্ত হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচ হবে। সুতরাং হোম ম্যাচে হোম টিম সুবিধা পাবে, আমরাও সেটা পাব। শেষ পর্যন্ত বাফুফে সঠিক সিদ্ধান্ত নিয়েছে। তাদের শুরুতে যে ভুলটুকু ছিল, তা শুধরে নিয়েছে।’

টানেল থেকে শুরু করে ড্রেসিং রুম, আন্তর্জাতিক মানদণ্ডে স্টেডিয়ামের অনেক কিছুর কাজ সেরেছে ক্লাব কর্তৃপক্ষ। কিছু কাজ এখনও চলছে। তিন মাসের মধ্যে স্টেডিয়ামের ফ্লাডলাইট বসানোর কাজও শেষ করতে চায় বসুন্ধরা।

ক্লাবের সভাপতি ইমরুল হাসান বলেন, ‘এখানে আন্তর্জাতিক মানের সুবিধা রাখা হয়েছে, এশিয়ারই গুটিকয়েক ক্লাবে এই ধরনের সুযোগ-সুবিধা আছে। তিন-চার মাসের মধ্যে ফ্লাড লাইট বসবে। এখানে আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করা সম্ভব। আগামী মৌসুমে এখানে ইন্টারন্যাশনাল ম্যাচ আপনারা দেখতে পারবেন।’

মাঠের দৃশ্য। ছবি: নিউজবাংলা

আপাতত ৭ হাজার, সব মিলিয়ে ১৪ হাজার আসন রাখা হয়েছে। আসন সংখ্যা বাড়ানোর সুযোগও রাখা হয়েছে বলে জানায় ক্লাব কর্তৃপক্ষ।

বসুন্ধরা কিংসের এমন ইতিহাসের পর অন্য ক্লাবগুলোও অনুপ্রাণিত হবে বলে জানান ইমরুল হাসান।

ক্লাবের সভাপতি বলেন, ‘নতুন দল হিসাবে আমরা যে মাঠ করেছি, ঐতিহ্যবাহী দলগুলো তাদের কাজগুলো (নিজেদের মাঠ) করবেন। কিংস অ্যারেনা তাদেরকে সেটা করতে উদ্বুদ্ধ করবে। আমরা শুনেছি আবাহনী শেখ কামাল ক্রীড়া কমপ্লেক্সের জন্য তোড়জোড় শুরু করেছে। আশা করি, অন্য সব ক্লাবও উদ্যোগী হবে, তাহলে আমাদের ফুটবলের উন্নতি হবে।’

বুধবার দুপুরে কিংসের ম্যাচ সামনে রেখে এরেনায় অনুশীলন সেরেছে বাংলাদেশ পুলিশ এফসি। আগামীকাল বৃহস্পতিবার বিকাল তিনটায় এই ভেন্যুতে গড়াবে ম্যাচটি।

এ বিভাগের আরো খবর