আইসিসির সদ্য প্রকাশিত ওয়ানডে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়েছেন জাতীয় দলের উইকেটকিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম। সেরা দশে ঢুকতে না পারলেও ৭২৩ পয়েন্ট নিয়ে এক ধাপ এগিয়ে বর্তমানে র্যাঙ্কিংয়ের ১১ নম্বরে অবস্থান করছেন ডানহাতি এই ব্যাটসম্যান।
র্যাঙ্কিংয়ে এক ধাপ উন্নতি হয়েছে সাকিব আল হাসানেরও। ৬৪১ পয়েন্ট নিয়ে ২৪ নম্বরে রয়েছেন বাঁহাতি এই ব্যাটার।
নতুন র্যাঙ্কিংয়ে সেরা দশে আসেনি কোনো পরিবর্তন। ৮৭৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছেন পাকিস্তানের বাবর আজম। ৮১১ পয়েন্ট নিয়ে দুইয়ে আছেন ভিরাট কোহলি আর ৭৯১ পয়েন্ট নিয়ে তিনে রোহিত শর্মা।
এদিকে বোলারদের র্যাঙ্কিংয়ে নিজেদের অবস্থান ধরে রেখেছেন মেহেদী হাসান মিরাজ (৫), সাকিব (৯) ও মুস্তাফিজুর রহমান (১১)।
এক ধাপ পিছিয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন। ৪৬৮ পয়েন্ট নিয়ে ৪৮ নম্বরে অবস্থান করছেন এই পেইসার।
সদ্য হালনাগাদকৃত ওয়ানডে অলরাউন্ডারারের র্যাঙ্কিংয়ে যথারীতি শীর্ষস্থান ধরে রেখেছেন সাকিব আল হাসান। বর্তমানে বাঁহাতি এই অলরাউন্ডারের রেটিং পয়েন্ট ৪১৬।
যোজন যোজন পয়েন্ট দূরে থেকে দুইয়ে রয়েছেন আফগানিস্তানের মোহাম্মদ নাবি। তার পয়েন্ট ২৮৫। আর ২৮৩ পয়েন্ট নিয়ে তিনে রয়েছেন ইংলিশ অলরাউন্ডার ক্রিস ওকস।
র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়েছেন মেহেদী হাসান মিরাজ। ২০৪ পয়েন্ট নিয়ে র্যাঙ্কিংয়ের ১৪ নম্বরে অবস্থান করছেন তিনি।