আইসিসি টি-টোয়েন্টি বোলারদের র্যাঙ্কিংয়ে এক ধাপ করে পিছিয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। আর জশ হেইজলউডকে পেছনে ফেলে র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছেন সাউথ আফ্রিকান বাঁহাতি স্পিনার তাবরেজ শামসি।
৭৮৪ রেটিং পয়েন্ট নিয়ে ১-নম্বরে অবস্থান করছেন শামসি। এক পয়েন্টে পিছিয়ে থাকায় টেবিলের দুইয়ে নেমে গেছেন অজি পেইসার জশ হেইজলউড।
সেরা দশে ঢুকতে না পারলেও র্যাঙ্কিংয়ে লম্বা লাফ দিয়েছেন অজি স্পিনার অ্যাস্টন এইগার। ১১ ধাপ এগিয়েছেন বাঁহাতি এই বোলার। ৬০৩ পয়েন্ট নিয়ে বর্তমানে র্যাঙ্কিংয়ের ১৩ নম্বরে অবস্থান করছেন তিনি।
আইসিসির নতুন র্যাঙ্কিংয়ে এক ধাপ করে পিছিয়েছেন সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, মোহাম্মদ শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ।
তবে নিজের ২৭ নম্বর পজিশন ধরে রেখেছেন নাসুম আহমেদ।
৫৬৫ পয়েন্ট নিয়ে র্যাঙ্কিংয়ের ২২ নম্বরে নেমে গেছেন সাকিব। তিন পয়েন্ট কম নিয়ে ২৩ নম্বরে অবস্থান করছেন মুস্তাফিজ।
৪৭৫ পয়েন্ট নিয়ে ৪২ নম্বরে রয়েছেন শরিফুল। ৫৮ নম্বরে নেমে গেছেন সাইফউদ্দিন আর ৭৩ নম্বরে রয়েছেন তাসকিন।
টি-টোয়েন্টি অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে নিজের জায়গা ধরে রেখেছেন সাকিব। ২৩০ পয়েন্ট নিয়ে রয়েছেন দুইয়ে। শীর্ষস্থান যথারীতি ধরে রেখেছেন আফগান অলরাউন্ডার মোহাম্মদ নাবি।