বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মাদ্রিদ পরীক্ষার আগের রাতে দি মারিয়ার বাড়িতে মেসি-পারেদেস

  •    
  • ১৫ ফেব্রুয়ারি, ২০২২ ১২:৩৯

গতকাল ছিল আর্জেন্টিনা ও পিএসজির আরেক বড় তারকা আনহেল দি মারিয়ার জন্মদিন। সে উপলক্ষে কোভিডের সময় বড় করে কোনো পার্টি দিতে না পারলেও দি মারিয়া বাড়িতে ডেকেছিলেন ক্লাব ও জাতীয় দলের দুই সতীর্থ মেসি ও লিয়ান্দ্রো পারেদেসকে।

ইউয়েফা চ্যাম্পিয়নস লিগের চলতি মৌসুমের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ মঙ্গলবার রাতে। রাত ২টায় নিজ মাঠে রিয়াল মাদ্রিদের বিপক্ষে মাঠে নামছে ফ্রান্সের প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)।ব্লকবাস্টার এ ম্যাচের প্রস্তুতি শেষে রাতে বেশ ফুরফুরে মেজাজে সময় কাটিয়েছেন পিএসজির মূল তারকা লিওনেল মেসি।

গতকাল ছিল আর্জেন্টিনা ও পিএসজির আরেক বড় তারকা আনহেল দি মারিয়ার জন্মদিন। সে উপলক্ষে কোভিডের সময় বড় করে কোনো পার্টি দিতে না পারলেও দি মারিয়া বাড়িতে ডেকেছিলেন ক্লাব ও জাতীয় দলের দুই সতীর্থ মেসি ও লিয়ান্দ্রো পারেদেসকে।

সেখানে ডিনার শেষে সবাই মিলে তুলেছেন গ্রুপ ফটো।

পিএসজির সাম্প্রতিক বছরে সবচেয়ে বড় ম্যাচের আগের রাতে চাপমুক্ত থাকার পর মেসিদের প্রত্যাশা থাকবে মাঠে নেমে সেরাটা দেয়ার।

রিয়াল মাদ্রিদের বিপক্ষে সেরা দলটাই পাচ্ছেন পিএসজি বস মরিসিও পচেত্তিনো। প্রায় দুই মাস পর চোট কাটিয়ে দলে ফিরছেন নেইমার। কিলিয়ান এমবাপে আছেন দারুণ ছন্দে।

তবে বরাবরের মতো সকল আলো মেসির ওপর। বার্সেলোনা ছাড়ার পর এই প্রথম পুরনো শত্রুর মুখোমুখি হচ্ছেন সাতবারের ব্যলন ডর জয়ী।

রিয়াল মাদ্রিদের বিপক্ষে সর্বোচ্চ গোল মেসির। চ্যাম্পিয়নস লিগেও তার সে অভিজ্ঞতা কাযে লাগবে বলে আসা করছেন পচেত্তিনো।

ম্যাচের আগে সোমবার সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘মেসি শারীরিকভাবে সুস্থ আছে ও তীব্র ক্ষুধা আছে তার। তার যে প্রতিভা ও অভিজ্ঞতা এটা নিশ্চিতভাবেই তার জন্য বড় একটা রাত হতে যাচ্ছে।’

মঙ্গলবার রাতে নিজেদের মাঠে খেলার পর শেষ ১৬-র দ্বিতীয় লেগ খেলতে ১০ মার্চ রিয়াল মাদ্রিদের মাঠে নামবে পিএসজি।

এ বিভাগের আরো খবর