প্রিমিয়ার লিগ ফুটবলের তৃতীয় রাউন্ডের খেলা শেষ। দুই ভেন্যু থেকে এখন ছয় ভেন্যুতে গড়াবে লিগের ম্যাচ। ১৭ ফেব্রুয়ারি চতুর্থ রাউন্ড থেকে ছয় ভেন্যুতে শুরু হবে লিগের খেলা। ওই দিনই ইতিহাসের পাতায় যুক্ত হচ্ছে বসুন্ধরা কিংস অ্যারেনার নাম।
দেশের ফুটবল ইতিহাসে প্রথম ক্লাব হিসেবে নিজের মাঠে হোম ভেন্যু হিসেবে অভিষেক করবে এ নব নির্মিত স্টেডিয়াম।
ইতোমধ্যে সোমবার পূর্ব ঘোষণা অনুযায়ী প্রিমিয়ার লিগের নতুন ফিক্সচার দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
নতুন ফিক্সচার অনুযায়ী, বসুন্ধরা কিংসে অ্যারেনায় ১৭ ফেব্রুয়ারি বাংলাদেশ পুলিশ এফসির বিপক্ষে খেলবে কিংস। একই দিনে সিলেটে রহমতগঞ্জের বিপক্ষে খেলবে শেখ জামাল।
পূর্বের ফিক্সচার অনুযায়ী মার্চের মধ্যে লিগের প্রথম পর্ব শেষ হলেও নতুন ফিক্সচারে তা পিছিয়ে নেয়া হয়েছে ৯ এপ্রিল পর্যন্ত।
মাঝে মার্চের শেষ ১২ দিন ফিফা উইন্ডোর জন্য রাখা হয়েছে। বিরতি রাখা হয়েছে লিগে।
৯ এপ্রিল পর্যন্ত লিগের প্রথম পর্ব শেষ করার পরে দলবদলের দ্বিতীয় উইন্ডোর সময় রাখা হয়েছে মাসখানেক। এ সময়ে এএফসি কাপের ম্যাচ খেলবে ঢাকা আবাহনী।
সবকিছু ঠিক থাকলে আগামী বৃহস্পতিবার হোম ভেন্যু হিসেবে ইতিহাসের পাতায় উঠছে বসুন্ধরা কিংস অ্যারেনার নাম।