বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ছন্দে থাকা সাইফকে হারিয়ে প্রথম জয় পেল শেখ রাসেল

  •    
  • ১৪ ফেব্রুয়ারি, ২০২২ ০১:০৪

মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ শহীদ লে. মতিউর রহমান স্টেডিয়ামে রোববার সাইফকে ১-০ গোলে হারায় শেখ রাসেল। পেনাল্টি থেকে জয়সূচক গোলটি করেন শেখ রাসেলের ডিফেন্ডার আখমাতভ।

চলমান টিভিএস বাংলাদেশ প্রিমিয়ার লিগের তৃতীয় রাউন্ডে এসে জয়ের দেখা পেল শেখ রাসেল ক্রীড়া চক্র। টানা জয়ে উড়তে থাকা সাইফ এসসিকে হারিয়ে প্রথম জয়ের স্বাদ নিয়ে মাঠ ছাড়ে সাইফুল বারী টিটুর বাহিনী।

মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ শহীদ লে. মতিউর রহমান স্টেডিয়ামে রোববার সাইফকে ১-০ গোলে হারায় শেখ রাসেল।

পেনাল্টি থেকে জয়সূচক গোলটি করেন শেখ রাসেলের ডিফেন্ডার আখমাতভ।

এর আগে মোহামেডান ও চট্টগ্রাম আবাহনীর সঙ্গে প্রথম দুই ম্যাচে ড্র করেছিল শেখ রাসেল। তারকা খচিত দল নিয়েও লিগে ছন্দহীন শুরুতে কিছুটা চাপে ফেলে তাদেরকে।

এ দিকে বাংলাদেশ পুলিশ ও রহমতগঞ্জ এমএফসিকে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে ছিল সাইফ এসসি।

সমানে-সমান চলতে থাকা ম্যাচের ৩৮ মিনিটে পেনাল্টি পায় শেখ রাসেল। ডি-বক্সের ভেতরে জুয়েলকে ধাক্কা দেয়ায় পেনাল্টি দেন রেফারি। সেই সুযোগটা কড়ায়-গণ্ডায় কাজে লাগান শেখ রাসেলের কিরগিজ ডিফেন্ডার আখমাতভ।

এক গোলে পিছিয়ে থেকে সমতায় ফেরা সম্ভব হয়নি সাইফের। প্রথম জয়ের স্বাদ নিয়ে মাঠ ছাড়ে শেখ রাসেল।

এ জয়ে পয়েন্ট টেবিলের পাঁচে উঠে এসেছে শেখ রাসেল। ৩ ম্যাচে ৫ পয়েন্ট তাদের। ৬ পয়েন্ট নিয়ে তিনে নেমে এলো সাইফ।

এ বিভাগের আরো খবর