বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচে বসুন্ধরা কিংসকে হারিয়ে চমক দেয়া স্বাধীনতা কেএসকে হারিয়ে প্রথম জয় তুলে নিয়েছে মোহামেডান।
এ জয়ে লিগের পয়েন্ট টেবিলের ওপরে উঠেছে সাদা-কালোরা।
মুন্সীগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ লে. মতিউর রহমান স্টেডিয়ামে নবাগত দল স্বাধীনতাকে ১-০ গোলে হারিয়েছে মোহামেডান। একমাত্র গোলটি করেন মোহামেডানের ফরোয়ার্ড সুলেমান দিয়াবাতে।
এর আগে লিগের প্রথম ম্যাচে শেখ রাসেলের সঙ্গে ১-১ স্কোরে ড্র করে মোহামেডান। এ ম্যাচটা জয়ে ফেরার মোক্ষম সুযোগ ছিল শন লেনের বাহিনীর সামনে। তবে বাধা ছিল বড়। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কিংসদের হারিয়ে লিগের শুরু করে স্বাধীনতা।
মোহামেডানের বিপক্ষে কিংসকে হারানোর ম্যাচের স্বাধীনতাকে পাওয়া গেল কম। পুরো ম্যাচে আধিপত্য নিয়ে খেলেছে মোহামেডান।
প্রথমার্ধজুড়ে প্রাধান্য বিস্তার করে ফুটবল খেলতে দেখা গেছে সাদা-কালোদের। দারুণ কিছু সুযোগ হাতছাড়া করেছেন সুলেমান দিয়াবাতে ও ওবি মোনেকেরা। মাঝেমধ্যে কাউন্টার অ্যাটাকে ভয়ংকর হতে দেখা যায় স্বাধীনতার ফরোয়ার্ড নাদির তুর্কভিচকে।
প্রথমার্ধ গোলশূন্য স্কোর শেষে দ্বিতীয়ার্ধেও জালের দেখা পেতে বেশ বেগ পেতে হয় দুই দলকে।
এই অর্ধেও আক্রমণ ও চাপ অব্যাহত রাখে মোহামেডান। ম্যাচের একেবারে ৭৭ মিনিটে কাঙ্ক্ষিত লিড নেয় দলটি। আসিফের লম্বা থ্রো থেকে সিক্স ইয়ার্ডের সামনে বল পেয়ে যান সুলেমান।ঘুরে জোরালো শটে বল ঠিকানায় ঠুকে দিয়ে দলকে উল্লাসে মাতান এ মালিয়ান ফরোয়ার্ড। এর মধ্য দিয়ে লিগে টানা দ্বিতীয় ম্যাচেও গোল করলেন সুলেমান।
এক গোলে পিছিয়ে পড়ে ম্যাচের ৮৪ মিনিটে আরেকটি ধাক্কা পেতে হয় স্বাধীনতাকে। লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ডিফেন্ডার হাসান মুরাদ। ১০ জনের দল নিয়েও মোহামেডানকে ম্যাচের ইনজুরি টাইমে বেশ চাপে রাখে দলটি।
শেষ দিকে স্বাধীনতার বেশ কয়েকটি ভয়ংকর আক্রমণ দারুণভাবে রুখে দিয়ে মোহামেডানের জয় নিশ্চিত করেন গোলকিপার সুজন।
এ জয়ে পয়েন্ট টেবিলে ৮ নম্বর থেকে ৫-এ উঠে এসেছে মোহামেডান। ১ জয় ১ হারে ৩ পয়েন্ট নিয়ে ৭-এ অবস্থান করছে স্বাধীনতা কেএস।