প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) জার্সিতে লিওনেল মেসির গোলসংখ্যা তার পুরো পারফরম্যান্সকে ম্ল্যান করে দেয়। প্রত্যাশিতভাবে স্বাভাবিক হারে গোল আসেনি এ আর্জেন্টাইন মহাতারকার কাছ থেকে। ফ্রান্সে নিজেকে এখনও মানিয়ে নেয়ার চেষ্টা অব্যাহত রাখার সময় একটা অদ্ভুত কীর্তি গড়লেন মেসি।
গোলবারে সবচেয়ে বেশিবার আঘাত হেনেছে দার শট। সবমিলে এ মৌসুমে ৬ বার মেসির শট লেগেছে ওপরের পোস্টে।
এমন তথ্য দিয়েছে ফুটবলের পরিসংখ্যান নিয়ে প্রসিদ্ধ ‘অপটা’।
তাদের দেয়া তথ্য মতে, ইউরোপের শীর্ষ পাঁচ লিগের পরিসংখ্যানে গোলপোস্টে সবচেয়ে বেশিবার আঘাত হেনেছে মেসির শট। ১৩ ম্যাচে ছয়বার গোলপোস্টে হিট করেন মেসি। প্রায় ২ দশমিক ১ ম্যাচে একবার করে হিট। তার ওপরে নেই কেউ।
গেল ম্যাচেও লিলের বিপক্ষে ম্যাচে ফ্রি-কিকটি গোলবারে লেগে ফিরে এলে হতাশ হতে হয় মেসিকে। পরে অবশ্য গোল করে তা পুষিয়ে দেন এ আর্জেন্টাইন।
ম্যাচের হার বিবেচনায় আনতে তার ধারে-কাছে নেই কেউ। ২২ ম্যাচে ছয়বার গোলপোস্টে হিট করেন ইংলিশ প্রিমিয়ার লিগের দল ব্রেনফোর্ডের ফরাসি ফুটবলার ব্রায়ান এমবেমবো। প্রতি ৩ দশমিক ৬৭ ম্যাচে একটি করে। মেসির পরই তার অবস্থান।
অর্থাৎ ছয়বার গোল করা থেকে হতাশ হতে হয়েছে মেসিকে। নাহলে তার গোলস্কোরিং রেটিংটাও অন্যরকম হতো। তবে লিলের ম্যাচে মেসির সেরাটা ফিরেছে বলে মনে করা হচ্ছে।