এ বছর আর বিপিএলে নামা হচ্ছে না সিলেট সানরাইজার্সের পেইসার আল আমিন হোসেনের। বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) অনুশীলনে পায়ে চোট পেয়েছিলেন জাতীয় দলের এ অভিজ্ঞ তারকা।
সেটি বিপিএলের সময় সারেনি। সানরাইজার্সের চিকিৎসকেরা জানিয়েছেন তার পায়ের আঙুলে গ্রেড টু চোট লেগেছে। তাকে চার সপ্তাহের বিশ্রাম দেয়া হয়েছে। যে কারণে বিপিএলে আর খেলা হবে না আল আমিনের।
আর বদলে আরেক পেইসার আলাউদ্দিন বাবুকে সানরাইজার্স দলে অন্তর্ভুক্ত করার অনুমতি দিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল।
বিপিএলের দ্বিতীয় পর্ব খেলতে এরই মধ্যে চট্টগ্রামে পৌঁছেছে সানরাইজার্স। ঢাকায় প্রথম পর্বে দুই ম্যাচ খেলেছে সিলেট। এক ম্যাচে জয় ও এক ম্যাচে হার নিয়ে তারা টেবিলে পাঁচ নম্বর স্থানে আছে।
মিনিস্টার গ্রুপ ঢাকাকে ৭ উইকেটে হারিয়ে টুর্নামেন্ট শুরু করার পরের ম্যাচে কুমিল্লা ভিকটোরিয়ানসের কাছে ২ উইকেটে হারে সানরাইজার্স।
চট্টগ্রামে শুক্রবার তারা আবারও মুখোমুখি হবে মিনিস্টার ঢাকার। শনিবার সিলেট খেলবে চট্টগ্রামের বিপক্ষে।