বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ম্যাচে তারকায় খচিত ফ্র্যাঞ্চাইজি দল ফরচুন বরিশালকে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
শেরে বাংলা স্টেডিয়ামে টুর্নামেন্টের অষ্টম ম্যাচে ফরচুন বরিশালকে ১৫৯ রানের টার্গেট দেয় কুমিল্লা। ব্যাট করতে নেমে ৯৫ রানে গুটিয়ে যায় বরিশাল। ৬৩ রানের বড় জয়ে মাঠ ছাড়ে কুমিল্লা।
এ জয়ে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে টপকে শীর্ষে উঠে গেল ইমরুল কায়েসের দল। আর টানা দ্বিতীয় হারে পয়েন্ট টেবিলের তলানিতে স্থান করে নিয়েছে সাকিবের বাহিনী।
এর আগে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে হারিয়ে মিশন শুরু করে ফরচুন বরিশাল। দ্বিতীয় ম্যাচে মিনিস্টার গ্রুপ ঢাকার কাছে হেরেছিল দলটি। অন্যদিকে সিলেট সানরাইজার্সকে হারিয়ে মিশন শুরু করা কুমিল্লা দ্বিতীয় ম্যাচেও তাদের জয়ের ধারা অব্যাহত রাখল।
মঙ্গলবার টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় সাকিবরা।
ব্যাটে নেমে মাহমুদুল হাসান জয়ের ৪৮ রানের ইনিংসে ভিত গড়ে কুমিল্লার। পরে অধিনায়ক ইমরুল কায়েসের ১৫, মুমিনুলের ১৭ ও করিম জানাতের ২৯ রানের বদান্যতায় সাত উইকেটের বিনিয়ময়ে ১৫৮ রান সংগ্রহ করে দলটি।
সর্বোচ্চ তিনটি উইকেট নেন ডোয়েইন ব্রাভো। দুটি উইকেট পান সাকিব আল হাসান ও একটি করে উইকেট তুলে নেন নাঈম ও লিনটট।
টার্গেটে নেমে ৯৫ রানে অলআউট হয়ে যায় ফরচুন বরিশাল। নাজমুল হোসেন শান্তর ২৬ আর তৌহিদ আফ্রিদির ১৯ আর উইকেটকিপার নুরুল হাসান সোহানের ১৭ ছাড়া কেউই সেভাবে দাঁড়াতে পারেনি কুমিল্লার বোলিং দাপটের সামনে।
অধিনায়ক সাকিব সাজঘরে ফেরেন ১ রানে। আর টি-টোয়েন্টির ফেরিওয়ালা ক্রিস গেইল ফেরেন ৭ রান করে।
৫ রানে তিন উইকেট নেন নাহিদুল ইসলাম। দুটি করে উইকেট নেন শহিদুল, তানভির ও করিম। একটি উইকেট পান মুস্তাফিজুর রহমান।