চট্টগ্রামের বিপক্ষে ম্যাচে সোমবার সপ্তম ওভারে ব্যাট করার সময় চট্টগ্রামের পেইসার রেজাউর রহমান রাজার বাউন্সার সরাসরি আঘাত করে খুলনার ব্যাটসম্যান আন্ড্রে ফ্লেচারের ঘাড়ে। আঘাত লাগার সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়েন ক্যারিবিয়ান এই ব্যাটসম্যান।
মাঠে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর অবস্থা অনুকূলে না আসায় স্ট্রেচারে করে তাকে নিয়ে যাওয়া হয় মাঠের বাইরে। কিছুক্ষণ পর তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।
খুলনা দলের পক্ষ থেকে জানানো হয়েছে ফ্লেচার বর্তমানে শঙ্কামুক্ত। মাথায় আঘাত পাওয়ায় তাকে নিয়ে যাওয়া হয়েছে এভারকেয়ার হাসপাতালে।
দলটির ম্যানেজার নাফিস ইকবাল বলেন, ‘ফ্লেচার এখন শঙ্কামুক্ত। তবে আমরা সতর্কতাবশত তাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি।’
চট্টগ্রামের করা ১৯১ রানের বড় লক্ষ্য তাড়া করতে গিয়ে শুরু থেকে ধুঁকছিল খুলনা। এমন পরিস্থিতিতে ইনিংসের সপ্তম ওভার করতে বল হাতে আসেন রাজা। ওভারের প্রথম বলটি করেন বাউন্সার।
সেই বাউন্সার ব্যাটে-বলে করা সম্ভব হয়নি ফ্লেচারের পক্ষে। পুল করতে গিয়ে বল আঘাত করে তার ঘাড়ে।
আঘাত পেয়ে মাঠ ছাড়ার আগে ফ্লেচারের ব্যাট থেকে আসে ১২ বলে ১৬ রান। তার কনকাশন সাব হিসেবে মাঠে নামেন সিকান্দার রাজা।