বাংলাদেশ প্রিমিয়ার লিগ দিয়ে এক এক বছরেরও বেশি সময় পর ২২ গজে ফেরার কথা জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি মোর্ত্তজার।টুর্নামেন্ট শুরুর তিন দিন আগে অনুশীলনের সময় কোমরের পুরোনো চোট তাকে বেশিক্ষণ টিকতে দেয়নি মাঠে।
সে চোটের কারণে অপেক্ষার পালা বেড়ে যায় সাবেক অধিনায়কের। অনুশীলনে ফিরলেও নতুন করে যোগ হয় কোমরের নিচের অংশের চোট। যার জন্য নিতে হয়েছে ব্যথানাশক ইনজেকশন।
তবে হার না মানা মনের অদম্য জোরে লড়াই চালিয়ে যাচ্ছেন মাঠে ফেরার।
সেটার ধারাবাহিকতায় তিন দিন বিরতি দিয়ে রোববার দলের সঙ্গে অনুশীলনে ফেরেন মাশরাফি। অনুশীলনের সময় বোলিং করতে পারছিলেন না তিনি।
ফরচুন বরিশালের বিপক্ষে সোমবারের ম্যাচে ফেরার কথা ছিল তার। তবে এ ম্যাচ দিয়ে ৪০১ দিনের ক্রিকেট নির্বাসন শেষ করা সম্ভব হয়নি নড়াইল এক্সপ্রেসের। দল মাঠে লড়লেও থেমে থাকেননি তিনি।
একাদশে না থাকলেও মাশরাফি ব্যস্ত ছিলেন অনুশীলনে। ক্রিকেটে ফেরার জন্য তার তাগিদ কতটা সেটা বোঝা গেল নেটে।
ঢাকার বোলিং কোচের সঙ্গে নিবিড় অনুশীলনে মাশরাফি টানা চার ওভার বল করেন। নেটে লাইন-লেন্থের ভালো সমন্বয় করছিলেন বাংলাদেশের অন্যতম অভিজ্ঞ এ ক্রিকেটার। লেন্থ বলের সঙ্গে মাশরাফি কাটারও চেষ্টা করেন।
প্রথমে শর্ট রান আপে বল করলেও পরে পূর্ণ রানআপে ফেরেন তিনি। টানা চার ওভার বল করে স্বস্তি নিয়ে একাডেমি মাঠ ছাড়েন মাশরাফি।
নিজেদের চতুর্থ ম্যাচে মঙ্গলবার সিলেট সানরাইজার্সের বিপক্ষে খেলবে মিনিস্টার ঢাকা। অনুশীলন শেষে মাশরাফির হাসিমুখ বলে দিচ্ছিল, ওই ম্যাচে খেলার জন্য প্রস্তুত তিনি।