টানা দুই হারের পর জয়ের মিশনে খেলতে নামা ঢাকার সামনে ১৩০ রানের লক্ষ্য রেখেছে ফরচুন বরিশাল। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে সাকিবের দলের সংগ্রহ ১২৯ রান।
শেরে বাংলায় দিনের শুরুতে টসে জিতে বরিশালকে ব্যাটিংয়ে পাঠায় ঢাকা। ব্যাট করতে নেমে শুরুটা ভালো হলেও সেটি ধরে রাখতে পারেনি বরিশাল। দলীয় ২১ রানে নাজমুল শান্তর বিদায়ের পর হুট করেই ধস নামে বরিশাল শিবিরে।
স্কোরবোর্ডে দুই রান যোগ করতে সাজঘরে ফেরেন সৈকত আলি ও তৌহিদ হৃদয়। দলের বিপর্যয়ে ক্রিস গেইলকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন দলপতি সাকিব আল হাসান।
এই দুই ব্যাটসম্যানের দায়িত্বশীল ব্যাটিংয়ে খেই হারিয়ে ফেলা বরিশাল ফেরে লড়াইয়ে। দলীয় ৬০ রানে ১৯ বলে ২৩ করা সাকিব বিদায়ে নিলে ফের ভাটা পড়ে বরিশালের রানে। সাকিবের বিদায়ের পরপরই ব্যর্থ হয়ে সাজঘরে ফিরতে হয় নুরুল হাসান সোহানকে।
উইকেটের এক প্রান্ত আগলে রেখে বরিশালকে এগিয়ে নিয়ে যেতে থাকেন গেইল। দলীয় ৯৪ রানে ইসুরু উদানার শিকার বনে মাঠ ছাড়ার আগে তার ক্যারিবীয় এই ব্যাটিং দানবের ব্যাট থেকে আসে ৩০ বলে ৩৬ রানের ইনিংস।
শেষদিকে ডোয়েইন ব্রাভোর ২৬ বলে ৩৩ রানের ঝড়ো ব্যাটিংয়ে ভর করে ৮ উইকেট হারিয়ে ১২৯ রানের পুঁজি নিয়ে মাঠ ছাড়ে বরিশাল।
ঢাকার হয়ে দুটি করে উইকেট নেন আন্ড্রে রাসেল ও ইসুরু উদানা। একটি করে উইকেট ঝুলিতে পুরেন মাহমুদুল্লাহ, রুবেল হোসেন, শুভাগত হোম ও হাসান মুরাদ।