বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সাকিবকে হারিয়ে আইসিসির ওয়ানডে বর্ষসেরা বাবর

  •    
  • ২৪ জানুয়ারি, ২০২২ ১৪:২৪

সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতায় বাবর পেছনে ফেলেছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান, আয়ারল্যান্ডের পল স্টার্লিং ও সাউথ আফ্রিকার ব্যাটার ইয়ানেমান মালানকে।

আইসিসির বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার হলেন পাকিস্তানের বাবর আজম। সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতায় বাবর পেছনে ফেলেছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান, আয়ারল্যান্ডের পল স্টার্লিং ও সাউথ আফ্রিকার ব্যাটার ইয়ানেমান মালানকে।

২০২১ সালে ৬টি ওয়ানডে খেললেও ২২৮ রান সংগ্রহ করেছেন বাবর। তবে সাউথ আফ্রিকার বিপক্ষে তার দুই ম্যাচ জেতানো সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরিকে বাড়তি গুরুত্ব দিয়েছে আইসিসি।

এ ছাড়া ইংল্যান্ডের বিপক্ষে ১৫৮ রানের ক্যারিয়ার সেরা ইনিংসও খেলেন বাবর। ওই ম্যাচে পাকিস্তান হারলেও আইসিসির কাছে ইনিংসটি বছরের অন্যতম সেরা পারফরম্যান্স।।

বর্ষসেরার পুরস্কার পাওয়ার পর উচ্ছ্বসিত বাবর আজম ধন্যবাদ জানিয়েছেন পিসিবি, আইসিসি, পাকিস্তান দলের ক্রিকেটার ও ক্রিকেট সমর্থকদের এবং স্মরণ করেছেন তার মা-বাবাকে।

এক ভিডিও বার্তায় পাকিস্তানের অধিনায়ক আরও বলেন, ‘এত ভালো একটা দলে খেলতে পেরে আমি আসলেই গর্বিত। ইংল্যান্ডের বিপক্ষে আমার ক্যারিয়ার সেরা ১৫৮ রানের ইনিংসটিই আমার সবচেয়ে পছন্দের। কারণ ইংল্যান্ডে আমি রান পাচ্ছিলাম না।

‘ওই ইনিংসটি আমাকে অনেক আত্মবিশ্বাস দিয়েছে। আর সাউথ আফ্রিকায় গিয়ে তাদের হারানোটা ছিল দারুণ ব্যাপার। কারণ ওখানকার পিচ আলাদা আর ওদের বোলিংও খুব ভালো। আমার লক্ষ্য থাকে প্রতি সিরিজে রান করার।’

আইসিসির বর্ষসেরা নারী ওয়ানডে ক্রিকেটার নির্বাচিত হয়েছেন সাউথ আফ্রিকার লিজেল লি। আর ওয়ানডেতে বর্ষসেরা আম্পায়ার হয়েছেন সাউথ আফ্রিকার মারাইস ইরাসমুস।

আইসিসির বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন পাকিস্তানের ফাস্ট বোলার শাহিন আফ্রিদি। আর বর্ষসেরা টেস্ট ক্রিকেটার হয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক জো রুট।

এ বিভাগের আরো খবর