বিপিএলে একদিনের বিরতির পর সোমবার দুপুরে মাঠে নামতে যাচ্ছে মিনিস্টার গ্রুপ রাজশাহী ও ফরচুন বরিশাল। শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বেলা সাড়ে ১২ টায় শুরু হবে ম্যাচটি।
চলতি আসরের দুই ম্যাচ হেরে স্বভাবত বেশ চাপে রয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের ঢাকা। তারকাখচিত দল গড়লেও প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেনি রাজধানীর দল।
প্রথম ম্যাচে বড় সংগ্রহ গড়ে খুলনার কাছে হেরে মাঠ ছাড়তে হয়েছিল তামিম-মাহমুদুল্লাহদের। আর দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম চ্যালেন্জার্সের বিপক্ষে লড়াই করলেও ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারেনি কাগজ-কলমে শক্তিশালী দলটি।
দলীয় পারফরম্যান্স দেখাতে না পারলেও ওপেনার তামিম ইকবালের দুর্দান্ত ছন্দ কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে ঢাকা শিবিরে। দুই ম্যাচে টানা দুটি হাফ সেঞ্চুরি করে তামিম এখন বিপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক।
বোলিং আক্রমণে রুবেল হোসেন ও ইশুরু উদানাকে অভিজ্ঞ ঢাকার পেইস ডিপার্টমেন্ট। পাশাপাশি মাহমুদুল্লাহ ও আরাফাত সানির স্পিন হুমকির কারণ হয়ে দাড়াতে পারে বরিশালের জন্য।
তাদের প্রতিপক্ষ ছন্দে থাকা বরিশাল এখনও হারের স্বাদ নেয়নি।
ডোয়েইন ব্রাভো, সাকিব আল হাসান ও নাজমুল শান্তর মত ব্যাটার আছে বরিশালের ক্যাম্পে। পাশাপাশি তৌহিদ হৃদয় ও সৈকত আলীর মত তরুণুরা জ্বলে উঠলে বিপদের কারণ হয়ে দাড়াতে পারে ঢাকার জন্য।
এ ম্যাচে মাঠে নামতে পারেন ক্রিস গেইল। বিপিএলে খেলতে ইতোমধ্যে তিনি ঢাকা চলে এসেছেন।
বরিশালের পেইস ডিপার্টমেন্টে নেতৃত্ব দিচ্ছেন আলজারি জোসেফ। সঙ্গে সাকিব ও ব্রাভোর অভিজ্ঞতা ও ভ্যারিয়েশন।
তবে আসরের অন্য ম্যাচগুলোর মতো টস হয়ে দাঁড়াতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ।
ভেজা আবহাওয়ার কারণে আজও লো-স্কোরিং ম্যাচ হওয়ার সম্ভাবনা বেশি। ও টস জয়ী অধিনায়ক ফিল্ডিং করতে চাইবেন আগে।