অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শুরুটা একেবারেই ভালো হয়নি বাংলাদেশের। ইংল্যান্ডের কাছে বড় ব্যবধানে হেরে বিশ্বকাপ মিশন শুরু করেছিল শিরোপাধারীরা, তবে দ্বিতীয় ম্যাচে প্রবল প্রতাপে ঘুরে দাঁড়িয়েছে বিশ্বকাপজয়ী যুবারা।
কানাডাকে ৮ উইকেটে হারিয়ে চলতি বিশ্বকাপের প্রথম জয় তুলে নেয় রাকিবুল বাহিনী। একই সঙ্গে জিইয়ে রাখে সুপার লিগে খেলার সম্ভাবনাও।
স্থানীয় সময় বৃহস্পতিবার সেইন্ট কিটসে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় কানাডা। মাঠে নেমে শুরুটা মোটামুটি ভালো হলেও সেটি বেশিক্ষণ ধরে রাখতে পারেনি কানাডা।
দলীয় ৩৪ রানে কানাডিয়ান শিবিরে প্রথম আঘাত হানেন রিপন মণ্ডল। সেই থেকে শুরু। এরপর রিপন আর এসএম মেহরবের বোলিং তোপে নিয়মিত উইকেট পতনের মধ্য দিয়ে ১৩৬ রানেই গুটিয়ে যায় কানাডা।
রিপন আর মেহেরব নেন চারটি করে উইকেট। আশিকুর জামান ঝুলিতে পুরেন দুটি উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে ওপেনার ইফতিখার হোসেনের অপরাজিত ৮৯ বলে ৬১, নওরোজ নাবিলের ৩৩ রানে ভর করে ৮ উইকেট ও ১১৯ বল হাতে রেখেই জয় তুলে নেয় বাংলাদেশ।