ইংলিশ প্রিমিয়ার লিগের সবশেষ ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালডোকে উঠিয়ে বদলি খেলোয়াড় নামানো এবং এ ঘটনায় পর্তুগিজ সুপারস্টারের প্রতিক্রিয়া আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।
ব্রেন্টফোর্ডের বিপক্ষে ম্যাচের ৭১ মিনিটে পর্তুগিজ সুপারস্টারকে তুলে নেন ম্যানচেস্টার ইউনাইটেডের হেড কোচ রালফ রাংগনিক। তখনও ২-০ গোলে এগিয়ে ছিল রেড ডেভিলরা।
তুলে নেয়ার পর বেঞ্চে বসার সময় নিজের প্রতিক্রিয়া দেখান রোনালডো। পরে তার সঙ্গে কথা বলতে দেখা যায় ইউনাইটেড কোচকে।
তার সঙ্গে কী কথা হয়েছিল, পরে সংবাদ সম্মেলনে তা ব্যাখ্যা করেন তিনি।
রালফ রাংগনিক বলেন, ‘আমি বলেছি, শোনো ক্রিস্টিয়ানো, তুমি এখন ৩৬। তোমার দারুণ শারীরিক অবস্থা আছে। কিন্তু তুমি যখন একজন হেড কোচ হবে তোমাকে তার চোখ থেকে দেখতে হবে।
‘আমার দায়িত্ব হলো দলের স্বার্থে সিদ্ধান্ত নেয়া। মনে করি রোনালডোও এভাবে চিন্তা করে।’
এ ঘটনায় ব্রিটিশ মিডিয়ার তীব্র সমালোচনার শিকার হয়েছেন ক্রিস্টিয়ানো রোনালডো।
বিবিসির প্রধান ফুটবলার লেখক ফিল ম্যাকনালটি তার সমালোচনায় লেখেন, ‘রোনালডোর এমন প্রতিক্রিয়ার কোনো প্রয়োজন ছিল না। তিনি নিজেকে ম্যানচেস্টার ইউনাইটেডের চেয়েও বড় মনে করেন।’
কোচের সিদ্ধান্তে সহমত পোষণ করে আয়ারল্যান্ডের সাবেক জাতীয় ফুটবলার অ্যান্ডি টাউনসেন্ড বলেন, ‘রোনালডোর এমন প্রতিক্রিয়ায় আমি হতবাক! দলের প্রথম কাজ হলো তিন পয়েন্ট নিশ্চিত করা। রোনালডোর এমন প্রতিক্রিয়ার পর কোচ তার সঙ্গে কথা বলতে গিয়েছিলেন। কিন্তু অভিব্যক্তি দেখে মনে হয়নি যে রোনালডো তা মেনে নিয়েছেন।’