হোবার্টে চলছে অ্যাশেজের শেষ টেস্ট। শুক্রবার শেষ হল প্রথম দিনের খেলা। যেখানে ব্যাটিং বিপর্যয়ে পড়লেও ট্রেভিস হেডের দুর্দান্ত এক সেঞ্চুরিতে ঘুরে দাঁড়িয়েছে অজিরা। দিন শেষে ৬ উইকেটের খরচায় তারা তুলেছে ২৪১ রান।
এই ম্যাচের মধ্য দিয়ে ১৩৪ বছরের রেকর্ড ভাঙলেন অজি ওপেনার ডেভিড ওয়ার্নার। নিজের নাম লেখালেন রেকর্ডবুকে।
দিনের শুরুতেই ১২ রান তুলতে তিন উইকেট হারায় অস্ট্রেলিয়া। যেখানে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরতে হয় ওয়ার্নার ও স্টিভ স্মিথকে।
ওলি রবিনসনের বলে জ্যাক ক্রলির হাতে ধরা দিয়ে সাজঘরে ফেরার আগে ওয়ার্নার খেলেন ২১টি বল। কিন্তু এই ২১ বলে রান করতে ব্যর্থ হন তিনি। ২২ তম বলে হন আউট।
আর তাতেই ঐতিহ্যবাহী অ্যাশেজে সবচেয়ে বেশি বল খেলে শূন্যরানে আউট হওয়া অজি ব্যাটসম্যান হিসেবে নিজের নাম রেকর্ডবুকে তুলে দিলেন ওয়ার্নার।
এর আগে এই রেকর্ডটির মালিক ছিলেন সাবেক অজি ডানহাতি ব্যাটসম্যান শ্যামই জোন্স। ১৯৮৮ সালে ২০ বল খেলে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে গিয়েছিলেন এই ব্যাটসম্যান।
তবে অ্যাশেজে দুই দলের ব্যাটসম্যানদের হিসেব করলে এই রেকর্ডটির মালিকানা রয়েছে সাবেক ইংলিশ ওপেনার ব্রায়ান লকহার্স্টের। ১৯৭১ সালের অ্যাশেজে সিরিজে ব্রায়ান ২৯ বল খেলেও রানের খাতা খুলতে ব্যর্থ হয়েছিলেন।
টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি বল খেলে শূন্য রানে আউট হওয়ার রেকর্ডের একক মালিক নিউজিল্যান্ডের সাবেক ওপেনার ড্যারেন ম্যারি। ১৯৯৫ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ৩৯ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি তিনি।
আর টেস্ট ইতিহাসে যে কোন পজিশনের ব্যাটসম্যানদের ভেতর এই রেকর্ড এককভাবে ধরে রেখেছেন জিওফ অ্যালট। তার ৭৭ বল খেলে শূন্য রানে আউটের রেকর্ডটি হয়তো ভাঙ্গা সম্ভব হপবে কারোর পক্ষেই।