মাত্র ২৭ বছর বয়সে প্রাণ হারালেন তুরস্কের জাতীয় দলের ফুটবলার আহমেত চেলিক।
মঙ্গলবার তুরস্কের রাজধানী আঙ্কারায় এক সড়ক দুর্ঘটনার শিকার হয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন এ ফুটবলার।
তুরস্কের সুপার লিগের ফুটবল ক্লাব কোনিয়াসপোরে খেলতেন আহমেত। দলের সবশেষ ম্যাচেও খেলেছেন তিনি।
দেশটির গণমাধ্যমের তথ্যানুযায়ী, গোলবাসি জেলায় স্থানীয় সময় সকাল ৯টার দিকে এ সড়ক দুর্ঘটনা ঘটে। আঙ্কারা-নিডে মটরওয়ে সড়ক টার্ন নেয়ার সময় গাড়ির নিয়ন্ত্রণ হারান আহমেত।
পরে জরুরি ভিত্তিতে চিকিৎসক দল পৌঁছালে, ঘটনাস্থলে তাকে মৃত ঘোষণা করা হয়। গাড়িতে একা ছিলেন আহমেত।
এ ঘটনায় শোক প্রকাশ করে তার ক্লাব কোনিয়াসপোর পক্ষে বলা হয়েছে, ‘ফুটবলার আহমেত চেলিককে হারিয়ে আমরা গভীরভাবে শোকাহত। যে প্রথম দিন থেকে কোনিয়াসপোরে এসে আমাদের ভক্তদের এবং আমাদের শহরের ভালোবাসা জিতেছে।’
শোক জানিয়েছে তুরস্ক ফুটবল ফেডারেশন। বিবৃতিতে তারা বলেছে, ‘গভীর দুঃখের সঙ্গে জানাই, আমাদের জাতীয় দলে খেলা ফুটবলার আহমেত চেলিক এক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।'
এ ঘটনার পর সাবেক গালাতাসারায় এবং আর্সেনাল ফরোয়ার্ড লুকাস পোডলস্কি টুইট করে শ্রদ্ধা নিবেদন করেন। তিনি লেখেন, ‘খবরটি শুনে আমি খুব দুঃখিত, আমি হতবাক। মৃত্যু তোমাকে শোভা পায় না ভাই! তোমার স্থান স্বর্গে হোক।’
আহমেত ২০১৫-২০১৭ সাল পর্যন্ত তুরস্ক জাতীয় দলের জার্সিতে আটটি ম্যাচ খেলেন।
২০১৬ সালের ইউরো কাপে স্কোয়াডে ছিলেন। তবে সে টুর্নামেন্টে কোনো ম্যাচে খেলেননি তিনি।